Nestor Pitana: কড়া রেফারি নেস্টর পিটানার স্ত্রী ঝড় তুলছেন নেটদুনিয়ায়
নজরকাড়া রূপ। নিটোল শরীরে সুস্পষ্ট নিখুঁত ভাঁজ। ন্যুড ফটোশুটে ফুটবলপ্রেমীদের নজর কাড়ছেন মডেল রোমিনা। কে এই রোমিনা? যিনি ফুটবলে তুলছেন সৌন্দর্য্যের সুনামি? তাঁর পরিচয় রেফারি নেস্টর পিটানার স্ত্রী। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে রেফারি ছিলেন তিনি। শুধু তাই নয়, ফাইনালেও বাঁশি মুখে দেখা গিয়েছিল তাঁকে। তবে এ বার আলোচনার কেন্দ্র বিন্দুতে তার স্ত্রী রোমিনা ওর্তেগা। সুপার মডেলের একের পর এক চোখ ধাঁধানো ছবিতে মজেছেন সকলে।
Most Read Stories