AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছবিতে দেখুন: কোন কোন বলিউড সেলেবের আকস্মিক মৃত্যু ঘটেছে?

বলিউড সেলেবদের জীবনের বেশির ভাগ সময়ই স্পটলাইটে কাটে। তাঁদের জীবন নিয়ে তাঁদের অনুরাগীদের আগ্রহও কম নয়। তাই তাঁদের মৃত্যুর শোকের ছায়াও অনুরাগীদের মধ্যে পড়ে। তবে বলিউডে এমন কিছু আকস্মিক মৃত্যু রয়েছে, যা সমগ্র জাতিকে নাড়িয়ে দিয়েছে। এক নজরে দেখে নিন সেই সব সেলেবদের ছবি যাঁদের আকস্মিক মৃত্যু হয়েছে বলিউডে...

| Edited By: | Updated on: Sep 02, 2021 | 2:36 PM
Share
শোনা যাচ্ছে শেহনাজ ও সিদ্ধার্থকে আরও একতি মিউজিক ভিডিয়োতে কাস্ট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রযোজক অনশুল গরগ। এও শোনা যাচ্ছে জোরকদমে নাকি চলছিল প্রস্তুতিও।

শোনা যাচ্ছে শেহনাজ ও সিদ্ধার্থকে আরও একতি মিউজিক ভিডিয়োতে কাস্ট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রযোজক অনশুল গরগ। এও শোনা যাচ্ছে জোরকদমে নাকি চলছিল প্রস্তুতিও।

1 / 7
সুশান্ত সিং রাজপুত: মাত্র ৩৫ বছর বয়সে ১৪ই জুন ২০২০ সালে আত্মহত্যা করেন 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'র অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

সুশান্ত সিং রাজপুত: মাত্র ৩৫ বছর বয়সে ১৪ই জুন ২০২০ সালে আত্মহত্যা করেন 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'র অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

2 / 7
আসিফ বসরা: ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্সে ১২ই নভেম্বর ২০২০ সালে আত্মহত্যা করেন বলিউডের অতি পরিচিত মুখ আসিফ বসরা।

আসিফ বসরা: ধর্মশালার একটি প্রাইভেট কমপ্লেক্সে ১২ই নভেম্বর ২০২০ সালে আত্মহত্যা করেন বলিউডের অতি পরিচিত মুখ আসিফ বসরা।

3 / 7
শ্রীদেবী: ২৪শে ফেব্রুয়ারি ২০১৮ সালে দুবাইয়ের একটি হোটেল রুমের বার্থটাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শ্রীদেবীর দেহ।

শ্রীদেবী: ২৪শে ফেব্রুয়ারি ২০১৮ সালে দুবাইয়ের একটি হোটেল রুমের বার্থটাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শ্রীদেবীর দেহ।

4 / 7
জিয়া খান: 'নিশিবাদ' এর মত সিনেমায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন জিয়া খান। ৩রা জুন ২০১৩ সালে আত্মহত্যা করেন জিয়া খান।

জিয়া খান: 'নিশিবাদ' এর মত সিনেমায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন জিয়া খান। ৩রা জুন ২০১৩ সালে আত্মহত্যা করেন জিয়া খান।

5 / 7
নাফিসা জোসেফ: ২০০৪ সালের ২৯শে জুলাই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় নাফিসা জোসেফের দেহ। তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানা গিয়েছিল।

নাফিসা জোসেফ: ২০০৪ সালের ২৯শে জুলাই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় নাফিসা জোসেফের দেহ। তিনি আত্মহত্যা করেছিলেন বলে জানা গিয়েছিল।

6 / 7
দিব্যা ভারতী: ৫ই এপ্রিল, ১৯৯৩ সালে পাঁচ তলা থেকে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু হয় দিব্যা ভারতীর।

দিব্যা ভারতী: ৫ই এপ্রিল, ১৯৯৩ সালে পাঁচ তলা থেকে পড়ে গিয়ে আকস্মিক মৃত্যু হয় দিব্যা ভারতীর।

7 / 7