Sushmita Dev: মানসের আসনে সুস্মিতাকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল, ত্রিপুরা টেনে খোঁচা দিল বিজেপি

Rjaya Sabha Election Sushmita Dev: মঙ্গলবার একটি টুইট করে তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

| Edited By: | Updated on: Sep 14, 2021 | 5:36 PM
কলকাতা: উত্তর-পূর্বে সংগঠন বৃদ্ধির জন্য সুস্মিতা দেবের উপর তৃণমূল যে আস্থাশীল, তা আবারও স্পষ্ট হল। মানস ভুঞাঁর ছেড়ে আসা রাজ্যসভার আসনে তৃণমূলের পক্ষ থেকে সুস্মিতা দেবকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার একটি টুইট করে তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কলকাতা: উত্তর-পূর্বে সংগঠন বৃদ্ধির জন্য সুস্মিতা দেবের উপর তৃণমূল যে আস্থাশীল, তা আবারও স্পষ্ট হল। মানস ভুঞাঁর ছেড়ে আসা রাজ্যসভার আসনে তৃণমূলের পক্ষ থেকে সুস্মিতা দেবকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার একটি টুইট করে তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

1 / 6
আগামী ৪ অক্টোবর রাজ্যসভার ভোট রয়েছে। সেই ভোটেই সুস্মিতাকে হারানো সাংসদ পদ ফিরিয়ে দিতে চলেছে তৃণমূল। মাসদেড়েক আগে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন এই কংগ্রেস নেত্রী। এরপর হাত ছেড়ে হাতে ঘাসফুল তুলে নেন সুস্মিতা। লোকসভা ফেরৎ না গেলেও সাংসদের চেয়ার ফের একবার ফিরে পাবে তিনি।

আগামী ৪ অক্টোবর রাজ্যসভার ভোট রয়েছে। সেই ভোটেই সুস্মিতাকে হারানো সাংসদ পদ ফিরিয়ে দিতে চলেছে তৃণমূল। মাসদেড়েক আগে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন এই কংগ্রেস নেত্রী। এরপর হাত ছেড়ে হাতে ঘাসফুল তুলে নেন সুস্মিতা। লোকসভা ফেরৎ না গেলেও সাংসদের চেয়ার ফের একবার ফিরে পাবে তিনি।

2 / 6
আগরতলা হোক বা শিলচর, তৃণমূল যে সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। ত্রিপুরায় নিজের সক্রিয়তা শুরু করে দিয়েছেন সুস্মিতা। অসমের শিলচর ও হায়লাকান্দির মতো বাঙালিপ প্রধান এলাকাতেও তাঁকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইবে তৃণমূল।

আগরতলা হোক বা শিলচর, তৃণমূল যে সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা সামনে রেখেই ঘুঁটি সাজাচ্ছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। ত্রিপুরায় নিজের সক্রিয়তা শুরু করে দিয়েছেন সুস্মিতা। অসমের শিলচর ও হায়লাকান্দির মতো বাঙালিপ প্রধান এলাকাতেও তাঁকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইবে তৃণমূল।

3 / 6
সুস্মিতা প্রার্থী ঘোষণার পাশাপাশি তৃণমূলের টুইটে লেখা হয়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিই হল মহিলাদের ক্ষমতায়ণ এবং তাঁদের রাজনীতিতে আরও বেশি করে অংশগ্রহণ নিশ্চিত করা, তাহলেই আমাদের সমাজ আরও অনেক কিছু পেতে সাহায্য করবে৷"

সুস্মিতা প্রার্থী ঘোষণার পাশাপাশি তৃণমূলের টুইটে লেখা হয়, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গিই হল মহিলাদের ক্ষমতায়ণ এবং তাঁদের রাজনীতিতে আরও বেশি করে অংশগ্রহণ নিশ্চিত করা, তাহলেই আমাদের সমাজ আরও অনেক কিছু পেতে সাহায্য করবে৷"

4 / 6
ভবানীপুর ও দুই আসনে নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে আগামী ৩ অক্টোবর। তার ঠিক একদিন পরই মোট ৬ টি আসনে রাজ্যসভার নির্বাচন হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের রাজ্যসভার আসনে নির্বাচন হওয়ার কথা।

ভবানীপুর ও দুই আসনে নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে আগামী ৩ অক্টোবর। তার ঠিক একদিন পরই মোট ৬ টি আসনে রাজ্যসভার নির্বাচন হবে। পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের রাজ্যসভার আসনে নির্বাচন হওয়ার কথা।

5 / 6
মমতাকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের (ফাইল ছবি)

মমতাকে কটাক্ষ শমীক ভট্টাচার্যের (ফাইল ছবি)

6 / 6
Follow Us: