Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Himalaya Ranges: হিমালয়ের কোন অঞ্চল হবে আপনার পরবর্তী ডেস্টিনেশন দেখে নিন এক নজরে

হিমালয়ের এই ৬টি অঞ্চলের মধ্যে রয়েছে একাধিক ভ্রমণ স্থান। দেখে নিন কোন অঞ্চলের মধ্যে কোনটি অবস্থিত

| Edited By: | Updated on: Oct 22, 2021 | 5:26 PM
গ্রেট হিমালয় রেঞ্জ: এটি ভারতের উত্তর সীমা বরাবর অবস্থিত। এই পর্বত অঞ্চলের মধ্যে পশ্চিমে রয়েছে জম্বু কাশ্মীর এবং পূর্বে অরুণাচল প্রদেশ। এই অঞ্চলের মধ্যে গঙ্গোত্রী, নন্দাদেবী, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি ট্রেক করা হয়।

গ্রেট হিমালয় রেঞ্জ: এটি ভারতের উত্তর সীমা বরাবর অবস্থিত। এই পর্বত অঞ্চলের মধ্যে পশ্চিমে রয়েছে জম্বু কাশ্মীর এবং পূর্বে অরুণাচল প্রদেশ। এই অঞ্চলের মধ্যে গঙ্গোত্রী, নন্দাদেবী, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি ট্রেক করা হয়।

1 / 6
মধ্যবর্তী হিমালয় রেঞ্জ: এই এলাকায় রয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বনভূমি অঞ্চল। এই অঞ্চলে সিমলা, মানালি, ডালহৌসি, ধর্মশালা, নৈনিতাল, মুসৌরি এবং আলমোড়া,  কুলু, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, আউলি, ভ্যালি অফ ফ্লাওয়ারস ন্যাশনাল পার্কের মত একাধিক ভ্রমণ স্থান রয়েছে।

মধ্যবর্তী হিমালয় রেঞ্জ: এই এলাকায় রয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের বনভূমি অঞ্চল। এই অঞ্চলে সিমলা, মানালি, ডালহৌসি, ধর্মশালা, নৈনিতাল, মুসৌরি এবং আলমোড়া, কুলু, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, আউলি, ভ্যালি অফ ফ্লাওয়ারস ন্যাশনাল পার্কের মত একাধিক ভ্রমণ স্থান রয়েছে।

2 / 6
শিবালিক: হিমালয়ের এই অঞ্চলকে শিবালিক বা আউটার হিমালয় রেঞ্জ বলা হয়। এই অঞ্চলের মধ্যে রয়েছে জম্বুর কিছু অংশ, পাঞ্চাব, চন্ডীগড়, উত্তরাখণ্ডের হরিদ্বার, ঋষিকেশ এবং পশ্চিমবঙ্গের কালিম্পং।

শিবালিক: হিমালয়ের এই অঞ্চলকে শিবালিক বা আউটার হিমালয় রেঞ্জ বলা হয়। এই অঞ্চলের মধ্যে রয়েছে জম্বুর কিছু অংশ, পাঞ্চাব, চন্ডীগড়, উত্তরাখণ্ডের হরিদ্বার, ঋষিকেশ এবং পশ্চিমবঙ্গের কালিম্পং।

3 / 6
কারাকোরাম: লাদাখের মধ্যে অবস্থিত ট্রান্স হিমালয়কে বলা হয় কারাকোরাম। এরই মধ্যে রয়েছে কে২। এর দক্ষিণে রয়েছে নুব্রা ভ্যালি এবং বাকি এর উত্তর অংশে রয়েছে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান।

কারাকোরাম: লাদাখের মধ্যে অবস্থিত ট্রান্স হিমালয়কে বলা হয় কারাকোরাম। এরই মধ্যে রয়েছে কে২। এর দক্ষিণে রয়েছে নুব্রা ভ্যালি এবং বাকি এর উত্তর অংশে রয়েছে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান।

4 / 6
লাদাখ: হিমালয়ের এই লাদাখ রেঞ্জ কারাকোরাম রেঞ্জের দক্ষিণে, নুব্রা উপত্যকা এবং লেহ এর মধ্যে অবস্থিত। এটি সিন্ধু নদীর সমান্তরাল বরাবর অবস্থিত এবং তিব্বতের সঙ্গে ভারতের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। ল্যান্ডস্কেপ গ্রানাইট পাথর এবং বিরল গাছপালা দ্বারা পরিবেষ্টিত।

লাদাখ: হিমালয়ের এই লাদাখ রেঞ্জ কারাকোরাম রেঞ্জের দক্ষিণে, নুব্রা উপত্যকা এবং লেহ এর মধ্যে অবস্থিত। এটি সিন্ধু নদীর সমান্তরাল বরাবর অবস্থিত এবং তিব্বতের সঙ্গে ভারতের সীমান্ত পর্যন্ত বিস্তৃত। ল্যান্ডস্কেপ গ্রানাইট পাথর এবং বিরল গাছপালা দ্বারা পরিবেষ্টিত।

5 / 6
জাংস্কার: লাদাখ রেঞ্জের দক্ষিণে, সিন্ধু নদীর অন্য পারে হিমালয়ের এই জাংস্কার রেঞ্জ অবস্থিত। লাদাখ অঞ্চলকে জম্মু ও কাশ্মীরের জাংস্কার অঞ্চল থেকে আলাদা করে।

জাংস্কার: লাদাখ রেঞ্জের দক্ষিণে, সিন্ধু নদীর অন্য পারে হিমালয়ের এই জাংস্কার রেঞ্জ অবস্থিত। লাদাখ অঞ্চলকে জম্মু ও কাশ্মীরের জাংস্কার অঞ্চল থেকে আলাদা করে।

6 / 6
Follow Us: