“NO TO RACISM” টি শার্টে অভিনব প্রতিবাদ নেইমারদের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) পিএসজি -ইস্তানবুল বসাকসেহির ম্যাচ বর্তমান ফুটবলের একটা কালো ম্যাচ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ম্যাচের চতুর্থ রেফারি ইস্তানবুল বসাকসেহিরের সহকারি কোচের উদ্দেশ্যে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন। যার প্রতিবাদে মাঠ থেকে বেরিয়ে যান ফুটবলাররা। বন্ধ হয়ে যায় ম্যাচ। বুধবার রাতে স্থগিত হয়ে যাওয়া ম্যাচ ফের খেলা হয়। আর এই ম্যাচে বর্ণ বৈষম্যের প্রতিবাদ জানানোর কোনও সুযোগ ছাড়েননি ফুটবলাররা।

| Edited By: | Updated on: Dec 10, 2020 | 4:13 PM
বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যের জন্য পিএসজি (PSG) বনাম ইস্তানবুল বসাকসেহির (Istanbul Basaksehir)  ম্যাচের আগে অভিনব প্রতিবাদ জানালেন দুই দলের ফুটবলাররা।

বর্ণবিদ্বেষীমূলক মন্তব্যের জন্য পিএসজি (PSG) বনাম ইস্তানবুল বসাকসেহির (Istanbul Basaksehir) ম্যাচের আগে অভিনব প্রতিবাদ জানালেন দুই দলের ফুটবলাররা।

1 / 5
"NO TO RACISM" টি শার্ট পরে ওয়ার্ম আপ করেন দুই দলের ফুটবলাররা।

"NO TO RACISM" টি শার্ট পরে ওয়ার্ম আপ করেন দুই দলের ফুটবলাররা।

2 / 5
মঙ্গলবার পিএসজি বনাম ইস্তানবুল বসাকসেহির ম্যাচে চতুর্থ রেফারির বসাকসেহির ক্লাবের সহকারি কোচের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ।তার প্রতিবাদেই মাঠে ছেড়ে বেরিয়ে যান দুই দলের ফুটবলাররা।

মঙ্গলবার পিএসজি বনাম ইস্তানবুল বসাকসেহির ম্যাচে চতুর্থ রেফারির বসাকসেহির ক্লাবের সহকারি কোচের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন বলে অভিযোগ।তার প্রতিবাদেই মাঠে ছেড়ে বেরিয়ে যান দুই দলের ফুটবলাররা।

3 / 5
বিশ্ব ফুটবলে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই।বারবার একথা জানিয়েছে ফিফা। কিন্তু তার পরও একাধিক ফুটবলার-কোচ বা সাপোর্ট স্টাফ এমনকি দর্শকরাও বর্ণবিদ্বেষের শিকার হয়ে থাকেন।

বিশ্ব ফুটবলে বর্ণবিদ্বেষের কোনও জায়গা নেই।বারবার একথা জানিয়েছে ফিফা। কিন্তু তার পরও একাধিক ফুটবলার-কোচ বা সাপোর্ট স্টাফ এমনকি দর্শকরাও বর্ণবিদ্বেষের শিকার হয়ে থাকেন।

4 / 5
খেলা শুরুর আগে সেন্টার সার্কেলে দুই দলের ফুটবলাররা বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানান। (সৌজন্যে-টুইটার)

খেলা শুরুর আগে সেন্টার সার্কেলে দুই দলের ফুটবলাররা বর্ণবিদ্বেষের প্রতিবাদ জানান। (সৌজন্যে-টুইটার)

5 / 5
Follow Us: