AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: ‘এক বছর, এক প্রধানমন্ত্রী’, এটাই নাকি I.N.D.I.A জোটের ফর্মুলা! বিরোধীদের টার্গেট মোদীর

One Year One PM Formula: প্রধানমন্ত্রী মোদী বললেন, "কিছু মিডিয়া রিপোর্টে উঠে এসেছে, তারা একটি ফর্মুলা বানিয়েছে কে প্রধানমন্ত্রী হবে। বলা হচ্ছে, এরা নাকি 'এক বছর, এক প্রধানমন্ত্রী' ফর্মুলা বানাচ্ছে। অর্থাৎ, প্রথম বছর একজন, দ্বিতীয় বছর একজন... এভাবে পাঁচ বছরে পাঁচ জন প্রধানমন্ত্রী।"

Narendra Modi: 'এক বছর, এক প্রধানমন্ত্রী', এটাই নাকি I.N.D.I.A জোটের ফর্মুলা! বিরোধীদের টার্গেট মোদীর
নরেন্দ্র মোদীImage Credit: Twitter
| Updated on: Apr 26, 2024 | 9:10 AM
Share

মধ্য প্রদেশ: লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে জোট বেঁধেছে বিরোধী দলগুলি। তৈরি হয়েছে ইন্ডিয়া ব্লক। সেই বিরোধী জোটেও আবার বিস্তর সমস্যা আঞ্চলিক রাজনীতির সমীকরণে। ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবে, তাও এখনও স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এসবের মধ্যেই এবার বিরোধীদের ইন্ডিয়া জোটকে বিঁধে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া জোট প্রধানমন্ত্রীর মুখ নিয়ে কী ভাবছে, সেই ‘ফর্মুলা’ এবার ফাঁস করলেন মোদী। বললেন, “কিছু মিডিয়া রিপোর্টে উঠে এসেছে, তারা একটি ফর্মুলা বানিয়েছে কে প্রধানমন্ত্রী হবে। বলা হচ্ছে, এরা নাকি ‘এক বছর, এক প্রধানমন্ত্রী’ ফর্মুলা বানাচ্ছে। অর্থাৎ, প্রথম বছর একজন, দ্বিতীয় বছর একজন… এভাবে পাঁচ বছরে পাঁচ জন প্রধানমন্ত্রী।”

ইন্ডিয়া জোটের ক্ষমতা এসে তাদের থেকে কেউ প্রধানমন্ত্রী হওয়ার ভাবনা অলীক স্বপ্ন হিসেবেই ব্যাখ্যা করছেন প্রধানমন্ত্রী মোদী। তবে এই ‘এক বছর, এক প্রধানমন্ত্রী’ ভাবনা উঠে আসাটা যথেষ্ট চিন্তার বলেই মনে করছেন তিনি। বুধবার মধ্য প্রদেশের বেতুলে এক নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখার সময় ইন্ডিয়া জোটকে এই ‘এক বছর, এক প্রধানমন্ত্রী’ ফর্মুলা নিয়ে কড়া আক্রমণ শানালেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, “এরকম হলে দেশের কী হবে! দেশ কি আর টিকবে? আপনাদের স্বপ্ন কি টিকবে? ভাবুন এরা প্রধানমন্ত্রীর কুর্সিও নিলামে তুলে দিচ্ছে। একজন কুর্সিতে বসলে, চারজন সেই চেয়ারের পায়া ধরে বসে থাকবে। অপেক্ষায় থাকবে কখন এক বছর শেষ হবে।”

যদিও প্রধানমন্ত্রীর কথায়, বিরোধীদের এই স্বপ্ন ‘মুঙ্গেরিলালের স্বপ্নের’ মতো। কিন্তু তারপরও এটাকে অলীক স্বপ্ন ভেবে নিশ্চিন্ত থাকা উচিত নয় বলেই মনে করছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, “এটা শুধু অলীক স্বপ্ন ভেবে ঘুমিয়ে থাকলে চলবে না। এটা একটি ভয়ঙ্কর খেলা। দেশকে ধ্বংস করার খেলা। এটা কোনও রঙিন স্বপ্ন নয়, এটা আপনাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়ার খেলা।”