Skin Care Tips: ত্বকের সমস্যা মেটাতে পুদিনা পাতায় রয়েছে অশেষ গুণ! অজানা কিছু তথ্য জানুন…

মুখের ত্বকে পরিস্কার করা, ময়েশ্চারাইজার ও লোশনের মতো সব একসঙ্গে যদি পেতে চান, তার জন্য পুদিনা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান ।পুদিনা পাতাতে যে পুষ্টিগুণ লুকিয়ে রয়েছে, তা ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য দারুণ কার্যকরী।

| Edited By: | Updated on: Aug 05, 2021 | 6:48 PM
পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা একটি দুর্দান্ত ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। স্কিনকেয়ার রুটিনে পুদিনা পাতাকে তালিকাভুক্ত করার জন্য রয়েছে অশেষ সুবিধা।

পুদিনা পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা একটি দুর্দান্ত ক্লিনজার, টোনার ও ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। স্কিনকেয়ার রুটিনে পুদিনা পাতাকে তালিকাভুক্ত করার জন্য রয়েছে অশেষ সুবিধা।

1 / 7
পুদিনা পাতায় স্যালিসিলিক অ্যাসিড ও ভিটামিন এ সমৃদ্ধ রয়েছে। ত্বক থেকে সেবাম তেল নির্গত হওয়াকে নিয়ন্ত্রণ করে। তৈলাক্ত ত্বকের কারণ ব্রণের প্রবণতা তৈরি হয়। পুদিনা পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান থাকায় জ্বালাভাব ও ব্রণ দূর করতে সাহায্য করে।

পুদিনা পাতায় স্যালিসিলিক অ্যাসিড ও ভিটামিন এ সমৃদ্ধ রয়েছে। ত্বক থেকে সেবাম তেল নির্গত হওয়াকে নিয়ন্ত্রণ করে। তৈলাক্ত ত্বকের কারণ ব্রণের প্রবণতা তৈরি হয়। পুদিনা পাতার অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান থাকায় জ্বালাভাব ও ব্রণ দূর করতে সাহায্য করে।

2 / 7
পুদিনা পাতাতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমাটরির সম্পদ, যা কোনও কিছু আঘাত বা কাঁটাছেড়ায়, মশা কামড়ের তীব্র জ্বালাভাব ও ত্বকে চুলকানি থেকে রক্ষা করে। পুদিনা পাতার জুস ত্বকের ক্ষতিগ্রস্ত জায়গায় ব্যবহার করলে উপশম হবে তাড়াতাড়ি।

পুদিনা পাতাতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমাটরির সম্পদ, যা কোনও কিছু আঘাত বা কাঁটাছেড়ায়, মশা কামড়ের তীব্র জ্বালাভাব ও ত্বকে চুলকানি থেকে রক্ষা করে। পুদিনা পাতার জুস ত্বকের ক্ষতিগ্রস্ত জায়গায় ব্যবহার করলে উপশম হবে তাড়াতাড়ি।

3 / 7
পুদিনা পাতায় রয়ছে মৃদু অ্যাস্ট্রিঞ্জেন্ট, যা ত্বককে স্বাভাবিক টোন করতে সাহায্য করে। ত্বকের ছিদ্রগুলি উপর থেকে ময়লা দূর করে ত্বককে কোমল ও হাইড্রেট করতে সাহায্য করে।

পুদিনা পাতায় রয়ছে মৃদু অ্যাস্ট্রিঞ্জেন্ট, যা ত্বককে স্বাভাবিক টোন করতে সাহায্য করে। ত্বকের ছিদ্রগুলি উপর থেকে ময়লা দূর করে ত্বককে কোমল ও হাইড্রেট করতে সাহায্য করে।

4 / 7
ত্বকে রক্ত সঞ্চালন পদ্ধতি স্বাভাবিক রাখে। ববিলরেখা ও রিঙ্কেলস প্রতিরোধ করতেও সক্ষম হয়। পুদিনা পাতার ফেস প্য়াক লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন ও স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।

ত্বকে রক্ত সঞ্চালন পদ্ধতি স্বাভাবিক রাখে। ববিলরেখা ও রিঙ্কেলস প্রতিরোধ করতেও সক্ষম হয়। পুদিনা পাতার ফেস প্য়াক লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন ও স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেলুন।

5 / 7
পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। চোখের নিচে কালো দাগ কমিয়ে আনতে এর থেকে সহজ কাজ কিছু  হয় না। ডার্ক সার্কেল দূর করতে পুদিনা পাতার পেস্ট লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে মুখে ধুলে ত্বকের কালো ছোপ আবছা হতে নজরে আসবে।

পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। চোখের নিচে কালো দাগ কমিয়ে আনতে এর থেকে সহজ কাজ কিছু হয় না। ডার্ক সার্কেল দূর করতে পুদিনা পাতার পেস্ট লাগিয়ে সারারাত রেখে দিন। সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে মুখে ধুলে ত্বকের কালো ছোপ আবছা হতে নজরে আসবে।

6 / 7
পুদিনা পাতায় অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা দূষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত ত্বককে রক্ষা করে। এছাড়া ত্বকের র্যাসেস ও ফুসকুড়ি হতে বাধা দেয়। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। উজ্জ্বল ও ঝলমলে পরিস্কার ত্বকের জন্য পুদিনা পাতার বিকল্প নেই।

পুদিনা পাতায় অ্যান্টি-সেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা দূষণের প্রভাবে ক্ষতিগ্রস্ত ত্বককে রক্ষা করে। এছাড়া ত্বকের র্যাসেস ও ফুসকুড়ি হতে বাধা দেয়। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। উজ্জ্বল ও ঝলমলে পরিস্কার ত্বকের জন্য পুদিনা পাতার বিকল্প নেই।

7 / 7
Follow Us: