Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli Trekking: পাহাড়ে শান্তির খোঁজে কোহলি? ভামিকাকে কাঁধে নিয়ে ট্রেকিংয়ে বিরাট

ক্রিকেট থেকে অনেক দূরে। পাহাড়ে, জঙ্গলে প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সঙ্গী অবশ্যই অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মা এবং একরত্তি ভামিকা।

| Edited By: | Updated on: Feb 01, 2023 | 12:18 PM
আজকাল কংক্রিটের শহরে মন নেই বিরাটের। পরিবার নিয়ে চলে গিয়েছেন হৃষিকেষে। কখনও আশ্রম দর্শনে যাচ্ছেন, পাহাড়ি পরিবেশে কয়েকটা দিনের জন্য হারিয়ে যেতে চাইছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

আজকাল কংক্রিটের শহরে মন নেই বিরাটের। পরিবার নিয়ে চলে গিয়েছেন হৃষিকেষে। কখনও আশ্রম দর্শনে যাচ্ছেন, পাহাড়ি পরিবেশে কয়েকটা দিনের জন্য হারিয়ে যেতে চাইছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

1 / 8
বুধবার ভোর ভোর ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছিলেন বিরাট। পিঠে মেয়ে ভামিকা। পাহাড়, জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

বুধবার ভোর ভোর ট্রেকিংয়ে বেরিয়ে পড়েছিলেন বিরাট। পিঠে মেয়ে ভামিকা। পাহাড়, জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 8
এ যাত্রায় বিরাটের সঙ্গী স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকা।(ছবি:ইনস্টাগ্রাম)

এ যাত্রায় বিরাটের সঙ্গী স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকা।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 8
ওই দূরে পাহাড়। যাত্রাপথে এমনই কিছু দৃশ্য দেখলেন বিরাট, অনুষ্কারা। বন্দি করে রাখলেন মুঠোফোনে। (ছবি:ইনস্টাগ্রাম)

ওই দূরে পাহাড়। যাত্রাপথে এমনই কিছু দৃশ্য দেখলেন বিরাট, অনুষ্কারা। বন্দি করে রাখলেন মুঠোফোনে। (ছবি:ইনস্টাগ্রাম)

4 / 8
হয়তো নদীর জল ছুঁয়ে দেখার বায়না ধরেছিল ভামিকা। মেয়ের ইচ্ছে পূর্ণ করলেন বিরাট।(ছবি:ইনস্টাগ্রাম)

হয়তো নদীর জল ছুঁয়ে দেখার বায়না ধরেছিল ভামিকা। মেয়ের ইচ্ছে পূর্ণ করলেন বিরাট।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 8
পাহাড়, জঙ্গল বিরাটের বেশ পছন্দের। সুযোগ পেলেই চলে যান। আর পাঁচটা পর্যটকের মতোই বেড়ানো উপভোগ করেন। (ছবি:ইনস্টাগ্রাম)

পাহাড়, জঙ্গল বিরাটের বেশ পছন্দের। সুযোগ পেলেই চলে যান। আর পাঁচটা পর্যটকের মতোই বেড়ানো উপভোগ করেন। (ছবি:ইনস্টাগ্রাম)

6 / 8
 হৃষিকেষে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। (ছবি:ইনস্টাগ্রাম)

হৃষিকেষে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে গিয়েছিলেন বিরাট ও অনুষ্কা। (ছবি:ইনস্টাগ্রাম)

7 / 8
মঙ্গলবার ১০০ জন সন্ন্যাসী ভোজন করিয়েছেন তাঁরা। সন্ন্যাসীরাও কোহলি পরিবারকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

মঙ্গলবার ১০০ জন সন্ন্যাসী ভোজন করিয়েছেন তাঁরা। সন্ন্যাসীরাও কোহলি পরিবারকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: