T20 World Cup 2022: এমসিজি থেকে এসসিজি, টি-২০ বিশ্বকাপের ঝাঁ চকচকে সাত ভেনু

ডন ব্র্যাডম্যানের দেশে শুরু হয়ে গিয়েছে ১৬ দলের টি-২০ বিশ্বকাপের মহাযুদ্ধ। মোট সাতটি ভেনুতে খেলা হবে ৪৫টি ম্যাচ। ব্রিসবেন, সিডনি, অ্যাডিলেড, পারথ-সহ মোট সাতটি শহর জুড়ে চলবে বিশ্বকাপের মহারণ।

| Edited By: | Updated on: Oct 20, 2022 | 5:10 PM
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড: নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সংস্কারের আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। মেলবোর্নের ইয়ারা পার্কে অবস্থিত এই স্টেডিয়াম বহু ক্রিকেট ইতিহাসের সাক্ষী। ১ লাখ ২৪ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম ভারত-পাকিস্তান মহারণের জন্য তৈরি। স্থানীয়দের কাছে এই স্টেডিয়াম 'দ্য জি' নামে পরিচিত।(ছবি:টুইটার)

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড: নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সংস্কারের আগে পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। মেলবোর্নের ইয়ারা পার্কে অবস্থিত এই স্টেডিয়াম বহু ক্রিকেট ইতিহাসের সাক্ষী। ১ লাখ ২৪ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়াম ভারত-পাকিস্তান মহারণের জন্য তৈরি। স্থানীয়দের কাছে এই স্টেডিয়াম 'দ্য জি' নামে পরিচিত।(ছবি:টুইটার)

1 / 7
সিডনি ক্রিকেট গ্রাউন্ড: ইতিহাসে মোড়া স্টেডিয়াম। বিশ্বের অন্যতম সুন্দর ও জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়াম। গত ১৫০ বছর ধরে ক্রিকেট ম্যাচ আয়োজন করে যাচ্ছে সিডনি।  ৪৮ হাজার ৬০০ দর্শকাসন বিশিষ্ট এসসিজিতে টি-২০ বিশ্বকাপের ৭টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে রয়েছে ৯ নভেম্বরের সেমিফাইনাল।(ছবি:টুইটার)

সিডনি ক্রিকেট গ্রাউন্ড: ইতিহাসে মোড়া স্টেডিয়াম। বিশ্বের অন্যতম সুন্দর ও জনপ্রিয় ক্রিকেট স্টেডিয়াম। গত ১৫০ বছর ধরে ক্রিকেট ম্যাচ আয়োজন করে যাচ্ছে সিডনি। ৪৮ হাজার ৬০০ দর্শকাসন বিশিষ্ট এসসিজিতে টি-২০ বিশ্বকাপের ৭টি ম্যাচ খেলা হবে। তার মধ্যে রয়েছে ৯ নভেম্বরের সেমিফাইনাল।(ছবি:টুইটার)

2 / 7
অ্যাডিলেড ওভাল: চার্চের শহর অ্যাডিলেডে অবস্থিত এই স্টেডিয়ামের সঙ্গে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। অনেকটা এমসিজির মতোই। এই ভেনু বহু হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী। ২০১৭ সালে অ্যাডিলেড ওভাল আয়োজন করেছিল প্রথম দিন-রাতের ম্যাচ। মোট দর্শকাসন সাড়ে তিপ্পান্ন হাজার। টি-২০ বিশ্বকাপের ৪৫টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচ খেলা হবে। ১০ নভেম্বরের দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে এই ভেনুতে।(ছবি:টুইটার)

অ্যাডিলেড ওভাল: চার্চের শহর অ্যাডিলেডে অবস্থিত এই স্টেডিয়ামের সঙ্গে ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। অনেকটা এমসিজির মতোই। এই ভেনু বহু হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী। ২০১৭ সালে অ্যাডিলেড ওভাল আয়োজন করেছিল প্রথম দিন-রাতের ম্যাচ। মোট দর্শকাসন সাড়ে তিপ্পান্ন হাজার। টি-২০ বিশ্বকাপের ৪৫টি ম্যাচের মধ্যে ৭টি ম্যাচ খেলা হবে। ১০ নভেম্বরের দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে এই ভেনুতে।(ছবি:টুইটার)

3 / 7
দ্য গাব্বা: বিনোদনের রাজ্য কুইন্সল্যান্ডের ব্রিসবেনে অবস্থিত গাব্বা স্টেডিয়াম। অস্ট্রেলিয়ান সামারের প্রথম টেস্ট আয়োজন করে গাব্বা। দারুণ সুন্দর এই স্টেডিয়ামের মোট ৪২ হাজার ক্যাপাসিটি। গাব্বার কঠিন এবং বাউন্সি উইকেটে টি-২০ বিশ্বকাপে বেশ কিছু হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ৪টি ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামে।(ছবি:টুইটার)

দ্য গাব্বা: বিনোদনের রাজ্য কুইন্সল্যান্ডের ব্রিসবেনে অবস্থিত গাব্বা স্টেডিয়াম। অস্ট্রেলিয়ান সামারের প্রথম টেস্ট আয়োজন করে গাব্বা। দারুণ সুন্দর এই স্টেডিয়ামের মোট ৪২ হাজার ক্যাপাসিটি। গাব্বার কঠিন এবং বাউন্সি উইকেটে টি-২০ বিশ্বকাপে বেশ কিছু হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ৪টি ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামে।(ছবি:টুইটার)

4 / 7
কার্দানিয়া পার্ক: ভিক্টোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর জিলংয়ে অবস্থিত কার্দানিয়া পার্ক। ৩০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামে অত্যাধুনিক সবরকম সুযোগ সুবিধা রয়েছে। অস্ট্রেলিয়া ফুটবল লিগের জিলং ক্যাটস দলের হোম গ্রাউন্ড এই কার্দিনিয়া পার্ক। বিগ ব্যাশ লিগ, আন্তর্জাতিক টি-২০, সুপার রাগবি, ফুটবল প্রীতি ম্যাচগুলির আয়োজন করে কার্দানিয়া। সুপার ১২ ম্যাচের আগে এখানে ৬টি কোয়ালিফায়ার ম্যাচ খেলার কথা রয়েছে।(ছবি:টুইটার)

কার্দানিয়া পার্ক: ভিক্টোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর জিলংয়ে অবস্থিত কার্দানিয়া পার্ক। ৩০ হাজার দর্শকাসন বিশিষ্ট এই স্টেডিয়ামে অত্যাধুনিক সবরকম সুযোগ সুবিধা রয়েছে। অস্ট্রেলিয়া ফুটবল লিগের জিলং ক্যাটস দলের হোম গ্রাউন্ড এই কার্দিনিয়া পার্ক। বিগ ব্যাশ লিগ, আন্তর্জাতিক টি-২০, সুপার রাগবি, ফুটবল প্রীতি ম্যাচগুলির আয়োজন করে কার্দানিয়া। সুপার ১২ ম্যাচের আগে এখানে ৬টি কোয়ালিফায়ার ম্যাচ খেলার কথা রয়েছে।(ছবি:টুইটার)

5 / 7
পারথ স্টেডিয়াম: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই আইকনিক ভেনু পারথ বা অপ্টাস স্টেডিয়াম। ২০১৮ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হয় এখানে। সুপার ১২ স্টেজের প্রথমদিন ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ রয়েছে এই স্টেডিয়ামে। দর্শকাসন সংখ্যা ৬০ হাজার। অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামে বিশ্বকাপের ৫টি ম্যাচ খেলা হবে। (ছবি:টুইটার)

পারথ স্টেডিয়াম: ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই আইকনিক ভেনু পারথ বা অপ্টাস স্টেডিয়াম। ২০১৮ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলা হয় এখানে। সুপার ১২ স্টেজের প্রথমদিন ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ রয়েছে এই স্টেডিয়ামে। দর্শকাসন সংখ্যা ৬০ হাজার। অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামে বিশ্বকাপের ৫টি ম্যাচ খেলা হবে। (ছবি:টুইটার)

6 / 7
বেলরাইভ ওভাল: ডেরওয়েন্ট নদীর তীরে অবস্থিত বেলরাইভ ওভাল স্টেডিয়াম এই প্রথম বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। ২০ হাজার ক্যাপাসিটি যুক্ত এই স্টেডিয়াম গত কয়েক বছরে উন্নতি করেছে কয়েকগুণ। বেলরাইভ ওভালে মোট ৯টি বিশ্বকাপের ম্যাচ খেলা হবে। কোয়ালিফায়ার ও সুপার ১২ স্টেজ---দুটি পর্বের খেলা হবে এই স্টেডিয়ামে। (ছবি:টুইটার)

বেলরাইভ ওভাল: ডেরওয়েন্ট নদীর তীরে অবস্থিত বেলরাইভ ওভাল স্টেডিয়াম এই প্রথম বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে। ২০ হাজার ক্যাপাসিটি যুক্ত এই স্টেডিয়াম গত কয়েক বছরে উন্নতি করেছে কয়েকগুণ। বেলরাইভ ওভালে মোট ৯টি বিশ্বকাপের ম্যাচ খেলা হবে। কোয়ালিফায়ার ও সুপার ১২ স্টেজ---দুটি পর্বের খেলা হবে এই স্টেডিয়ামে। (ছবি:টুইটার)

7 / 7
Follow Us: