Bidhannagar: জল নামে না, দায় বর্তায় পুরসভার ঘাড়ে! অথচ ম্যানহোলের ভিতর থেকে শুধুই প্লাস্টিকের বোতল

Photo Gallery: শুধুই কি নিকাশি ব্যবস্থার দোষ? মানুষের সচেতনতার কি কোনও প্রয়োজনই নেই? উঠছে প্রশ্ন

| Edited By: | Updated on: Sep 27, 2021 | 10:13 PM
গত কয়েকদিনের বৃষ্টিতে যে সমস্ত জায়গা একেবারে জল থইথই হয়ে গিয়েছিল। তার মধ্যে বিধাননগর, সল্টলেকের একাধিক জায়গার নাম ছিল। বৃষ্টি থামলেও কোনও ভাবেই জল নামানো যাচ্ছিল না। সোমবার বিধাননগর পুরনিগমের সল্টলেকে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিকের বোতল এবং নোংরা বর্জ্যের স্তূপ দেখে চক্ষু চড়কগাছ পুরনিগমের কর্মীদের।

গত কয়েকদিনের বৃষ্টিতে যে সমস্ত জায়গা একেবারে জল থইথই হয়ে গিয়েছিল। তার মধ্যে বিধাননগর, সল্টলেকের একাধিক জায়গার নাম ছিল। বৃষ্টি থামলেও কোনও ভাবেই জল নামানো যাচ্ছিল না। সোমবার বিধাননগর পুরনিগমের সল্টলেকে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিকের বোতল এবং নোংরা বর্জ্যের স্তূপ দেখে চক্ষু চড়কগাছ পুরনিগমের কর্মীদের।

1 / 5
বিধাননগর পুরনিগমের পক্ষ থেকে সল্টলেকের বিভিন্ন এলাকার নিকাশি নালার গালিপিট পরিষ্কার করতে গিয়ে দেখা যায় প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে প্লাস্টিকের বোতলে ভরে গিয়েছে ম্যানহোল। এর ফলে সম্পূর্ণ স্তব্ধ নিকাশি ব্যবস্থা।

বিধাননগর পুরনিগমের পক্ষ থেকে সল্টলেকের বিভিন্ন এলাকার নিকাশি নালার গালিপিট পরিষ্কার করতে গিয়ে দেখা যায় প্লাস্টিকের প্যাকেট থেকে শুরু করে প্লাস্টিকের বোতলে ভরে গিয়েছে ম্যানহোল। এর ফলে সম্পূর্ণ স্তব্ধ নিকাশি ব্যবস্থা।

2 / 5
বিধাননগর পুরনিগমের সমস্ত এলাকায় জল যন্ত্রণার ছবি নতুন কিছু নয়। প্রত্যেক বর্ষায় একই ছবি দেখা যায়। তবে এবারের বৃষ্টিতে বিধাননগরের প্রত্যেকটি এলাকা সম্পূর্ণ জলমগ্ন ছিল। তা নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভও দেখা যায়। তাঁদের অভিযোগ ছিল, পুরনিগম ঠিকমতো নিকাশি ব্যবস্থা রাখে না।  সে কারণেই ভুগতে হয় সাধারণ মানুষকে।

বিধাননগর পুরনিগমের সমস্ত এলাকায় জল যন্ত্রণার ছবি নতুন কিছু নয়। প্রত্যেক বর্ষায় একই ছবি দেখা যায়। তবে এবারের বৃষ্টিতে বিধাননগরের প্রত্যেকটি এলাকা সম্পূর্ণ জলমগ্ন ছিল। তা নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভও দেখা যায়। তাঁদের অভিযোগ ছিল, পুরনিগম ঠিকমতো নিকাশি ব্যবস্থা রাখে না। সে কারণেই ভুগতে হয় সাধারণ মানুষকে।

3 / 5
এখনও কিছু কিছু এলাকা জলমগ্ন হয়ে আছে। বৃষ্টি থামলেও তার উপরে আবার গভীর নিম্নচাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই কথা মাথায় রেখে পুরনিগমের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসাবে ম্যানহোল পরিষ্কারের কাজ শুরু হয়।

এখনও কিছু কিছু এলাকা জলমগ্ন হয়ে আছে। বৃষ্টি থামলেও তার উপরে আবার গভীর নিম্নচাপ হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই কথা মাথায় রেখে পুরনিগমের পক্ষ থেকে আগাম সতর্কতা হিসাবে ম্যানহোল পরিষ্কারের কাজ শুরু হয়।

4 / 5
সল্টলেকে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দেখা যায় প্রত্যেকটি নর্দমা থেকে শুরু করে ম্যানহোলের ভিতর নোংরা আবর্জনা প্লাস্টিকের বোতল দিয়ে কার্যত নর্দমা বন্ধ হয়ে আছে। পুরনিগমের প্রশাসকমণ্ডলীর প্রধান কৃষ্ণা চক্রবর্তীর কথায়, শুধুমাত্র পুরনিগমকে বা সরকারকে দায়ী করলে হবে না। সাধারণ মানুষকেও বিষয়টি ভাবতে হবে। যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললে হবে না। হাতজোড় করে আবেদন, আপনারা আপনাদের শহরকে বাঁচান। তাহলেই সুস্থ থাকবেন, জল যন্ত্রনার হাত থেকে মুক্তি পাবেন।

সল্টলেকে ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে দেখা যায় প্রত্যেকটি নর্দমা থেকে শুরু করে ম্যানহোলের ভিতর নোংরা আবর্জনা প্লাস্টিকের বোতল দিয়ে কার্যত নর্দমা বন্ধ হয়ে আছে। পুরনিগমের প্রশাসকমণ্ডলীর প্রধান কৃষ্ণা চক্রবর্তীর কথায়, শুধুমাত্র পুরনিগমকে বা সরকারকে দায়ী করলে হবে না। সাধারণ মানুষকেও বিষয়টি ভাবতে হবে। যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেললে হবে না। হাতজোড় করে আবেদন, আপনারা আপনাদের শহরকে বাঁচান। তাহলেই সুস্থ থাকবেন, জল যন্ত্রনার হাত থেকে মুক্তি পাবেন।

5 / 5
Follow Us: