Rajasthan Turmoil: রাজস্থানেও কী পঞ্জাবের পুনরাবৃত্তি! জল্পনা তুঙ্গে

Rajasthan, সচিন পাইলট কি হতে পারেন আগামীদিনে রাজস্থানের মুখ্যমন্ত্রী? সব প্রশ্নের উত্তর দেবে সময়।

| Edited By: | Updated on: Sep 27, 2021 | 8:55 PM
কংগ্রেস (Congress) শীর্ষনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সাধারণ  সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গে সচিন পাইলটের (Sachin Pilot) দেখা হওয়ার দুদিন পরে মরু শহর জুড়ে অনিয়শ্চয়তা দানা বেধেছে। আজ, রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোর গেহলট (Ashok Gehlot) নিজের বাসভবনে, তাঁর অনুগামী বিধায়কদের বৈঠকে ডাকার পর জল্পনা আরও তীব্র হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে আসে। দলের হাই কমান্ড অমরিন্দরকে ইস্তফা দিতে বলেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে ইস্তফা দেন তিনি। এবং কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। এরপর দলিত নেতা চরনজিত সিং চন্নিকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস। ছবি-টুইটার

কংগ্রেস (Congress) শীর্ষনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গে সচিন পাইলটের (Sachin Pilot) দেখা হওয়ার দুদিন পরে মরু শহর জুড়ে অনিয়শ্চয়তা দানা বেধেছে। আজ, রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোর গেহলট (Ashok Gehlot) নিজের বাসভবনে, তাঁর অনুগামী বিধায়কদের বৈঠকে ডাকার পর জল্পনা আরও তীব্র হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে আসে। দলের হাই কমান্ড অমরিন্দরকে ইস্তফা দিতে বলেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে ইস্তফা দেন তিনি। এবং কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। এরপর দলিত নেতা চরনজিত সিং চন্নিকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস। ছবি-টুইটার

1 / 5
রাজস্থানের রাজনৈতিক মহলে জল্পনা, সম্প্রতি পঞ্জাবে (Punjab) মন্ত্রিসভার যে রদবদল হয়েছে,ঠিক একই ঘটনা ঘটতে পারে রাজস্থানে। রাজ্য কংগ্রসের প্রধান তথা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী গোবিন্দ সিং দোস্তারা (Govind Singh Dotasra) আজ  মুখ্যমন্ত্রী অশোর গেহলট ও বরিষ্ঠ কংগ্রেস নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন। আরও অনেক মন্ত্রী বিধায়ককে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য জয়পুরে ডাকা হয়েছে। ছবি-টুইটার

রাজস্থানের রাজনৈতিক মহলে জল্পনা, সম্প্রতি পঞ্জাবে (Punjab) মন্ত্রিসভার যে রদবদল হয়েছে,ঠিক একই ঘটনা ঘটতে পারে রাজস্থানে। রাজ্য কংগ্রসের প্রধান তথা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী গোবিন্দ সিং দোস্তারা (Govind Singh Dotasra) আজ মুখ্যমন্ত্রী অশোর গেহলট ও বরিষ্ঠ কংগ্রেস নেতাদের সঙ্গে ম্যারাথন বৈঠক করেছেন। আরও অনেক মন্ত্রী বিধায়ককে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য জয়পুরে ডাকা হয়েছে। ছবি-টুইটার

2 / 5
কংগ্রেস সূত্রে খবর বাকি যেসব রাজ্য়ে দল ক্ষমতায় আছে সেই সব যায়গায় সাংগঠনিক ক্ষত মেরামতের জন্য, পঞ্জাবের মতো সিদ্ধান্তের পথে হাঁটতে পারেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে দ্বিতীয় নাম হতে পারে রাজস্থান। গত সপ্তাহে রাহুল - প্রিয়াঙ্কার সঙ্গে হওয়া সচিনের বৈঠক জল্পনা আরও বাড়িয়েছে। ছবি-টুইটার

কংগ্রেস সূত্রে খবর বাকি যেসব রাজ্য়ে দল ক্ষমতায় আছে সেই সব যায়গায় সাংগঠনিক ক্ষত মেরামতের জন্য, পঞ্জাবের মতো সিদ্ধান্তের পথে হাঁটতে পারেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে দ্বিতীয় নাম হতে পারে রাজস্থান। গত সপ্তাহে রাহুল - প্রিয়াঙ্কার সঙ্গে হওয়া সচিনের বৈঠক জল্পনা আরও বাড়িয়েছে। ছবি-টুইটার

3 / 5
রাজস্থানে ২০১৮ সালে ক্ষমতায় আসে কংগ্রেস। রাজস্থানের রাজনীতিতে গেহলত ও সচিন গোষ্ঠীর মধ্যেই লড়াই সুবিদিত। আগের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর (Chief minister) কুর্সিতে বসার স্বপ্ন অশোক ও সচিন দুজনেই দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অশোকের ওপর আস্থা রাখে কংগ্রেস হাই কমান্ড। উপমুখ্যমন্ত্রিত্ব (Deputy Cheif minister) দিয়ে সচিনের ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হয়। ছবি-টুইটার

রাজস্থানে ২০১৮ সালে ক্ষমতায় আসে কংগ্রেস। রাজস্থানের রাজনীতিতে গেহলত ও সচিন গোষ্ঠীর মধ্যেই লড়াই সুবিদিত। আগের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর (Chief minister) কুর্সিতে বসার স্বপ্ন অশোক ও সচিন দুজনেই দেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত অশোকের ওপর আস্থা রাখে কংগ্রেস হাই কমান্ড। উপমুখ্যমন্ত্রিত্ব (Deputy Cheif minister) দিয়ে সচিনের ক্ষোভ প্রশমনের চেষ্টা করা হয়। ছবি-টুইটার

4 / 5
সূত্রের খবর মন্ত্রিসভার  রদবদলে পাইলট গোষ্ঠীর পাঁচজনকে মন্ত্রী করা হতে পারে। কিন্তু সকলের নজর রয়েছে মুখ্যমন্ত্রীর কুর্সির দিকে। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে বয়সে তরুণ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করতে পারেন রাহুল- সনিয়া (Sonia Gandhi)। সচিন পাইলট কি হতে পারেন আগামীদিনে রাজস্থানের মুখ্যমন্ত্রী? সব প্রশ্নের উত্তর দেবে সময়। ছবি-টুইটার

সূত্রের খবর মন্ত্রিসভার রদবদলে পাইলট গোষ্ঠীর পাঁচজনকে মন্ত্রী করা হতে পারে। কিন্তু সকলের নজর রয়েছে মুখ্যমন্ত্রীর কুর্সির দিকে। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে বয়সে তরুণ সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী করতে পারেন রাহুল- সনিয়া (Sonia Gandhi)। সচিন পাইলট কি হতে পারেন আগামীদিনে রাজস্থানের মুখ্যমন্ত্রী? সব প্রশ্নের উত্তর দেবে সময়। ছবি-টুইটার

5 / 5
Follow Us: