কংগ্রেস (Congress) শীর্ষনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গে সচিন পাইলটের (Sachin Pilot) দেখা হওয়ার দুদিন পরে মরু শহর জুড়ে অনিয়শ্চয়তা দানা বেধেছে। আজ, রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী অশোর গেহলট (Ashok Gehlot) নিজের বাসভবনে, তাঁর অনুগামী বিধায়কদের বৈঠকে ডাকার পর জল্পনা আরও তীব্র হয়েছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে আসে। দলের হাই কমান্ড অমরিন্দরকে ইস্তফা দিতে বলেন। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে ইস্তফা দেন তিনি। এবং কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেন। এরপর দলিত নেতা চরনজিত সিং চন্নিকে মুখ্যমন্ত্রী করে কংগ্রেস। ছবি-টুইটার