হিমাচল প্রদেশে রেড়াতে গিয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার
মে মাসের শেষে তিনি ব্যাগ-প্যাক করে বেরিয়ে পড়েছেন।
সেখান থেকে দিচ্ছেন নানা পোস্ট সোশ্যাল মিডিয়াতে। তারই একটা এই ছবি। হাঁটার পর ক্লান্ত নায়িকা বসে পড়েছেন, এমনই ক্যাপশন রয়েছে।
আঞ্চলিক জনৈক একজন মহিলার সঙ্গে দিয়েছেন ছবি।
হিমাচলে যাওয়ার আগে 'খুবসুরৎ' ছবির 'নৈয়না দি খতা হ্যায়' গানটির ক্যাপশন দিয়ে বেড়িয়ে পরেছেন। এ কীসের ইঙ্গিত ছিল!
সেখানে পৌছে তাঁর প্রথম ছবি এটাই। আজ একটি ভিডিয়ো ভাগ করেছেন তিনি। সেখানে দোলনায় দুলতে দেখা গিয়েছে তাঁকে। সেটা বিষয় নয়, দুলতে দুলতে তিনি বার বার কার দিকে যেন দেখছিলেন। রণজয় বিষ্ণু তো শুটিংয়ে ব্যস্ত। তাহলে তিনি গেলেন কার সঙ্গে!