Vaastu Tips: ভাল থাকতে হলে বদলাতেই হবে এই ৩ অভ্যাস, বলছে বাস্তু শাস্ত্র
Vaastu Tips: কিছু ভুল জীবনে ডেকে আনতে পারে মহাবিপদ। এমনকি বাড়িতে বা ঘরে থাকা সাধারণ কিছু জিনিসেই বাড়তে পারে সমস্যা। জানেন বাড়িতে থাকা কোন কোন জিনিস অশুভ, নেতিবাচক শক্তিকে ডেকে আনে?

বাস্তুশাস্ত্র বলছে বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে তা হলে তার সরাসরি প্রভাব পড়ে আমাদের জীবনে। বাস্তু ভাল হলে জীবন যেমন ইতিবাচক শক্তিতে ভরে যায়, তেমনই বাস্ত খারাপ হলে নেমে আসে নেতিবাচক শক্তির কালো ছায়া। প্রেম, পেশা, স্বাস্থ্য, ব্যক্তিগত জীবন সর্ব ক্ষেত্রেই প্রভাব পড়ে এই বাস্তুর। আপনিও যদি কঠিন পরিশ্রমের পরে জীবনে সাফল্য না পেয়ে থাকেন তাহলে হতে পারে, আপনার বাস্তুতেও সমস্যা রয়েছে। আমাদের প্রতিদিনের জীবনে করা সামান্য কিছু ভুল জীবনে ডেকে আনতে পারে মহাবিপদ। এমনকি বাড়িতে বা ঘরে থাকা সাধারণ কিছু জিনিসেই বাড়তে পারে সমস্যা। জানেন বাড়িতে থাকা কোন কোন জিনিস অশুভ, নেতিবাচক শক্তিকে ডেকে আনে?
বন্ধ হয়ে যাওয়া ঘড়ি- বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনই ঘরে রাখা উচিত নয়। বিশ্বাস সকালে ঘুম থেকে ওঠার পরে, থেমে যাওয়া ঘড়ির দিকে তাকানো অশুভ। এতে আপনার ভাগ্যের দরজা বন্ধ হয়ে যেতে পারে।
জুতো- জুতা এবং চপ্পল কখনই বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখা উচিত নয়। জুতা এবং চটি সর্বদা দক্ষিণ বা পশ্চিম দিকে রাখতে হবে। না হলে ঘরে নেতিবাচক শক্তি বাড়তে পারে।
শুকনো গাছ- ঘরে শুকনো গাছ রাখা অশুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে ঘরে শুকনো কাঁটাযুক্ত গাছও রাখা উচিত নয়। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করে।
