Vinayaka Chaturthi 2021: জ্যৈষ্ঠ মাসের গনেশ চতুর্থী পালনে সব বাধা বিঘ্ন হতে পারে, জেনে নিন তিথির শুভক্ষণ

হিন্দু শাস্ত্র মতে, চতুর্থী তিথিতে সিদ্ধিবিনায়কের পুজো ও ব্রত পালন করলে মনের সমস্ত অন্ধকার দিক দূর হয়ে আশার আলো প্রসারিত হয়, গনেশের অসীম আশীর্বাদ পাওয়া যায়, গৃহে শান্তি -সমৃদ্ধি বজায় থাকে।

Vinayaka Chaturthi 2021: জ্যৈষ্ঠ মাসের গনেশ চতুর্থী পালনে সব বাধা বিঘ্ন হতে পারে, জেনে নিন তিথির শুভক্ষণ
বিনায়ক চুতর্থী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2021 | 1:46 PM

হিন্দু ধর্মে সব পুজোর আগে গনেশ আরাধনা করার রীতি রয়েছে। হিন্দু শাস্ত্র অনুসারে, প্রতিমাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে বিনায়কের পুজো করার বিধান রয়েছে। শাস্ত্রে এও বলা হয়েছে, সব পুজোর আগে সিদ্ধিদাতার পুজো করলে মনোবাঞ্ছা পূরণ হয় ও আর্শীবাদ লাভ করা যায়।

হিন্দু শাস্ত্র মতে, চতুর্থী তিথিতে সিদ্ধিবিনায়কের পুজো ও ব্রত পালন করলে মনের সমস্ত অন্ধকার দিক দূর হয়ে আশার আলো প্রসারিত হয়, গনেশের অসীম আশীর্বাদ পাওয়া যায়, গৃহে শান্তি -সমৃদ্ধি বজায় থাকে।

বিনায়ক চুতর্থীর শুভ মহরত

এই বছর ১৪ই জুন, সোমবার পালিত হবে জ্যৈষ্ঠা মাসের বিনায়ক চতুর্থী তিথি। ১৩ জুন, রবিবার রাত ৯.৪০ মিনিটে তিথি আরম্ভ হয়ে ১৪ জুন, সোমবার রাত ১০.৩৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এই শুভ তিথি। জেনে রাখা ভাল, এই তিথিতে শুভ মুহূর্ত থাকবে সকাল ১০.৫৮ মিনিট থেকে দুপুর ১.৪৫ মিনিট অবধি। শুভ তিথি অনুযায়ী ব্রত ও উপবাস রাখলে সমস্ত বাধা-বিঘ্ন দূর হয়ে যেতে পারে।

পুজোতে কী কী প্রয়োজন হয়

পুজোর রীতি মেনে রেকাবিতে পঞ্চামৃত, চন্দন, ফুল, দুর্বা, গাস, কুমকুম, ধূপ নৈবেদ্য হিসেবে দেওয়া হয়।

গনেশ পুজো করার রীতি

সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিস্কার ও নতুন কাপড় পরে গনেশের মূর্তি বা ফটোর সামনের জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে হবে। মাটির প্রদীপ জ্বালিয়ে , সিঁদুর লাগিয়ে ২১টি দুর্বা-ঘাস অর্পন করে প্রার্থনা করুন। এরপর গনেশ জপ বা মন্ত্র উচ্চারণ করে আরতি করতে হবে। সব শেষে গনেশের প্রিয় ভোগ ১১টি মোদক, লাড্ডু বা সন্দেশ, দুধ, ফল দিয়ে পুজো শেষ করতে হবে।