Durga Puja 2022: সন্ধিপুজোয় কেন প্রয়োজন হয় ১০৮টি পদ্ম ও প্রদীপের? এর মাহাত্ম্য জানুন

Sandhi Puja: ১০৮ টি পদ্ম এবং ১০৮ টি প্রদীপ জ্বালানোর রীতির কোনও নড়চড় হয় না। প্রশ্ন হল, কেন মা দুর্গাকে সন্ধিপুজোয় ১০৮টি পদ্ম ও প্রদীপ দেওয়া হয়?

Durga Puja 2022: সন্ধিপুজোয় কেন প্রয়োজন হয় ১০৮টি পদ্ম ও প্রদীপের? এর মাহাত্ম্য জানুন
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2022 | 6:10 AM

মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে যে পুজো হয়, তাকে বলে ‘সন্ধিপুজো’ (Sandhi Puja)। সন্ধিপুজোয় দেবী দুর্গাকে (Goddess Durga) পুজো করা হয় চামুণ্ডা রূপে। বাঙালি হিন্দুরা সন্ধিপুজোর উপাস করেন পবিত্রভাবে। এই পুজোয় ১০৮ টি পদ্ম (Lotus) ও প্রদীপের (Oil Lamp) প্রয়োজন হয়। হিন্দুধর্মে সন্ধিপুজোর মাহাত্ম্য বিরাট। অষ্টমী তিথি (Ashtami Tithi) শেষ হওয়ার শেষ ২৪ মিনিট এবং নবমী তিথি শুরু হওয়ার প্রথম ২৪ মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। পুরাণ অনুসারে, এই সময়েই মা দুর্গা ‘চণ্ড’ ও ‘মুণ্ড’ নামে দুই দোর্দণ্ড অসুরকে বধ করেছিলেন। চামুণ্ডা মহাশক্তির এক ভয়াল রূপ। কথিত আছে, অসুররাজ শুম্ভ এবং নিশুম্ভের প্রধান দুই সেনানায়ক ছিলেন ‘চণ্ড’ ও ‘মুণ্ড’। এই দুই ভয়ঙ্কর অসুরকে বধ করার জন্য দেবী চামুণ্ডা রূপ ধারণ করেন।

চান্দ্রমাস অনুসারে এই সন্ধিক্ষণ পরিবর্তিত হতে পারে। দেখা গিয়েছে, কোনও বছর সন্ধিক্ষণ রাত ৮টাতেও হতে পারে। আবার কোনও কোনও বছর ভোররাতেও হতে পারে সন্ধিক্ষণ। নবমীর পুজোতেই মা’কে নৈবেদ্য দেওয়ার শেষ সুযোগ থাকে। সন্ধিপূজার আয়োজনও করা হয় বিপুল। সন্ধিপুজার অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হল মাকে ১০৮ টি পদ্ম এবং ১০৮ টি মাটির প্রদীপ নিবেদন করা। এছাড়া মা দুর্গাকে নিবেদন করা হয় গোটা একটি ফল (ফল লাল রঙের হওয়া বাঞ্ছনীয়), জবা ফুল, শাড়ি, চাল, অলঙ্কার (যদি  কোনও ভক্ত নিবেদন করতে চান তাহলেই) এবং বেলপাতা। পুজোর উদ্যোক্তারা নিজের মতো নৈবেদ্য সাজান। তবে ১০৮ টি পদ্ম এবং ১০৮ টি প্রদীপ জ্বালানোর রীতির কোনও নড়চড় হয় না। প্রশ্ন হল, কেন মা দুর্গাকে সন্ধিপুজোয় ১০৮টি পদ্ম ও প্রদীপ দেওয়া হয়?

পুরাণ অনুসারে, অষ্টমী তিথি ও নবমী তিথির মিলনকালে মা দুর্গা আবির্ভূতা হন চামুণ্ডা রূপে। অন্যদিকে কৃত্তিবাসী রামায়ণ অনুসারে, পরম শক্তিশালী রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার জন্য মা দুর্গাকে শরৎকালে আশ্বিনমাসে আবাহন করেছিলেন রামচন্দ্র। রামচন্দ্র দেবীর পুজোর জন্য ১০৮টি পদ্ম আনতে বলেন হনুমানকে। হনুমান ১০৭টি পদ্ম আনতে সক্ষম হন। একটি পদ্ম মায়ার খেলায় অদৃশ্য হয়। একটি পদ্মের অভাব দেখা  দিলে রামচন্দ্র তাঁর পদ্মের সমান একটি চক্ষু দান করতে উদ্যত হন। সেইসময় মা দুর্গা উদিত হন রামচন্দ্রের সামনে। তিনি রামচন্দ্রকে আশীর্বাদ করেন। ষষ্ঠী তিথিতে রামচন্দ্র মা দুর্গার পুজো শুরু করেছিলেন। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে রামচন্দ্র অস্ত্রলাভ করেন। অনেকের মতে এই কারণেও সন্ধিপুজোয় ১০৮টি পদ্ম নিবেদনের রীতি প্রচলিত হয়েছে।

প্রতিবছরই মা আসেন মর্তে। তাঁর এই আগমন আসলে মানুষের মধ্যে শুভবোধের জাগরণের উদ্দেশ্যেই। চণ্ড ও মুণ্ড হল আমাদের ভিতরকার অসুর। আমাদের মনের ভিতর জমে থাকা দ্বেষ, হিংসার রূপ। প্রতিবছর তাই উপোস করে সন্ধিপুজোয় অংশ গ্রহণ করে আমরা নিজেদের অন্তরের অসুরকে দমন করার সংযম শিক্ষা অর্জন করি। আর ১০৮ টি পদ্ম হল ভক্তির স্বরূপ। বিশেষজ্ঞরা বলছেন, রামচন্দ্র যেভাবে পরম বিশ্বাসে ভক্তি প্রদর্শনে আপন চক্ষুও বিসর্জন দিতে যাচ্ছিলেন, সেভাবেই আমাদের লক্ষ্যে অবিচল ও বিশ্বাসে নিবেদিত হতে বলছেন দেবী। তবেই মিলবে সাফল্য। তাই প্রতিবছর ১০৮টি পদ্ম দেওয়ার রীতি প্রচলিত রয়েছে এখনও।