AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Tips: বিছানার চাদরের রং কেমন হওয়া উচিত? কী বলছে বাস্তুশাস্ত্র?

Bed Sheets: বিশেষত শোওয়ার ঘরে বিছানার চাদরের রঙ মানুষের মন ও শরীরে সরাসরি প্রভাব ফেলে বলে মনে করা হয়। সঠিক রঙ মানসিক শান্তি, ভাল ঘুম ও সম্পর্কের মাধুর্য এনে দিতে পারে, আবার ভুল রঙ মানসিক অশান্তি, দাম্পত্য কলহ ও অস্বস্তি ডেকে আনতে পারে। কোন রঙের চাদর পাতবেন বিছানায়?

Vastu Tips: বিছানার চাদরের রং কেমন হওয়া উচিত? কী বলছে বাস্তুশাস্ত্র?
| Updated on: Aug 31, 2025 | 1:27 PM
Share

বাস্তুশাস্ত্র কেবল বাড়ির দিক-নির্দেশ, দরজা-জানালার অবস্থান বা ঘরের সাজসজ্জা নির্ধারণ করে না। ঘরের ভেতরের আসবাব, রঙ এবং পরিবেশ নিয়েও বিশেষ দৃষ্টি দেয়। বিশেষত শোওয়ার ঘরে বিছানার চাদরের রঙ মানুষের মন ও শরীরে সরাসরি প্রভাব ফেলে বলে মনে করা হয়। সঠিক রঙ মানসিক শান্তি, ভাল ঘুম ও সম্পর্কের মাধুর্য এনে দিতে পারে, আবার ভুল রঙ মানসিক অশান্তি, দাম্পত্য কলহ ও অস্বস্তি ডেকে আনতে পারে। কোন রঙের চাদর পাতবেন বিছানায়?

সাদা রঙ – সাদা রঙকে পবিত্রতা ও শান্তির প্রতীক বলা হয়। বাস্তু মতে সাদা চাদর ঘরে ইতিবাচক শক্তি আনে, মানসিক চাপ কমায় এবং ঘুম শান্তিপূর্ণ করে। বিশেষত যারা রাতে অস্থিরতায় ভোগেন, তাদের জন্য সাদা চাদর খুব উপকারী।

হালকা নীল – নীল শান্তি ও প্রশান্তির প্রতীক। এটি মনকে ঠাণ্ডা করে, রাগ কমায় ও মানসিক স্থিরতা আনে। গরমকালে নীল চাদর ঘরে একপ্রকার শীতল আবহ তৈরি করে।

হালকা সবুজ – সবুজ প্রকৃতির প্রতীক, যা জীবনীশক্তি ও সতেজতা এনে দেয়। বাস্তু মতে সবুজ চাদর দাম্পত্য জীবনে ভারসাম্য আনে ও মনকে প্রফুল্ল রাখে।

গোলাপি বা হালকা লাল – প্রেম ও মাধুর্যের প্রতীক এই রঙ।

দাম্পত্য জীবনে ভালোবাসা ও আবেগ বজায় রাখতে গোলাপি চাদর ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায়। তবে খুব উজ্জ্বল বা গাঢ় লাল এড়িয়ে চলা ভাল।

ক্রিম বা অফ-হোয়াইট – এই রঙ নিরপেক্ষ হলেও ঘরে প্রশান্তি ও সৌন্দর্য বাড়ায়। এর ফলে ঘুম ভালো হয় এবং মানসিক ভারসাম্য বজায় থাকে।

কোন রঙের চাদর পাতবেন না?

কালো রঙ – কালো রঙকে বাস্তুতে নেতিবাচক শক্তির প্রতীক বলা হয়। এটি ঘরে অশুভ শক্তি টানে এবং মানসিক অবসাদ বাড়ায়। শোওয়ার ঘরে কালো চাদর পাতা একেবারেই বর্জনীয়।

গাঢ় লাল বা রক্তিম রঙ – যদিও হালকা লাল শুভ, কিন্তু গাঢ় লাল রঙ অতিরিক্ত আবেগ, রাগ ও অস্থিরতা বাড়ায়। এতে দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে।

ধূসর বা গাঢ় বাদামি – এই রঙকে স্থবিরতা ও বিষণ্ণতার প্রতীক ধরা হয়। ঘরের এনার্জি ভারী করে দেয় এবং মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

খুব বেশি চকমকে বা নীয়ন রঙ – যেমন উজ্জ্বল হলুদ, কমলা বা নীয়ন সবুজ। এগুলো চোখে চাপ ফেলে, ঘুমের ব্যাঘাত ঘটায় এবং মানসিক অস্থিরতা সৃষ্টি করে।

মনে রাখবেন, বিছানার চাদর সবসময় পরিষ্কার ও গুছানো রাখা উচিত, কারণ ময়লা বা অগোছালো বিছানা নেতিবাচক শক্তি টানে। দম্পতির বিছানায় একরঙা বা হালকা নকশার চাদর ব্যবহার ভালো, যাতে শান্তি বজায় থাকে। ছেঁড়া বা পুরনো চাদর ব্যবহার করা বাস্তুদোষ সৃষ্টি করে বলে ধরা হয়।