U19 World Cup: উগান্ডার বিরুদ্ধে শেষ ম্যাচেও ৫ ক্রিকেটার পাবে না ভারত
দক্ষিণ আফ্রিকা হোক কিংবা আয়ার্ল্যান্ড, প্রতিপক্ষের বোলাররা কাবু করতে পারেননি ভারতীয় ক্রিকেটারদের। যতটা করেছে করোনার সংক্রমণ। উগান্ডার বিরুদ্ধে নামার আগে একটাই ভালো খবর, অলরাউন্ডার বাসু ভাটের RT-PCR রিপোর্ট নেগেটিভ। আইসিসি সূত্রের খবর, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন তাঁদের প্রত্যেকের RT-PCR রিপোর্ট নেগেটিভ।
জামাইকা: ১৭ জনের দল নিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U19 World Cup) খেলতে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) পাড়ি দিয়েছিল ঋষিকেশ কানিতকার ভারত (India)। তবে করোনার থাবায় দলটা মিনি হাসপাতাল। শনিবার বিশ্বকাপে উগান্ডার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচে পাওয়া যাবে না ৫ ক্রিকেটারকে। যার মধ্যে আছেন অধিনায়ক যশ ধূল (Yash Dhull), সহ-অধিনায়ক শেখ রশিদ (Shaik Rasheed)। ছয় ক্রিকেটারকে বাইরে রেখে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ১৭৪ রানের ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচটাই জুনিয়র টিম ইন্ডিয়াকে এনে দিয়েছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট। উগান্ডার বিরুদ্ধে ম্যাচটা শুধুই নিয়মরক্ষার। তবে সমস্যাটা অন্য জায়গায়। দলে থাকা ১৭জন ক্রিকেটারের মধ্যে পাঁচজন আইসোলেশনে। কোন ক্রিকেটারের চোট লাগলে তাঁর বদলে কাকে নামানো হবে? মাত্র একজন ক্রিকেটার থাকছেন রিজার্ভে। আয়ার্ল্যান্ড ম্যাচে পরিস্থিতি এতটা খারাপ ছিল না।
দক্ষিণ আফ্রিকা হোক কিংবা আয়ার্ল্যান্ড, প্রতিপক্ষের বোলাররা কাবু করতে পারেননি ভারতীয় ক্রিকেটারদের। যতটা করেছে করোনার সংক্রমণ। উগান্ডার বিরুদ্ধে নামার আগে একটাই ভালো খবর, অলরাউন্ডার বাসু ভাটের RT-PCR রিপোর্ট নেগেটিভ। আইসিসি সূত্রের খবর, আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন তাঁদের প্রত্যেকের RT-PCR রিপোর্ট নেগেটিভ।
ভারতীয় দল সূত্রে খবর, আইসোলেশনে থাকা কোনও ক্রিকেটারকেই নকআউট পর্বের আগে পাওয়া যাবে না। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রত্যেক ক্রিকেটারের তিনটি করোনা রিপোর্ট নেগেটিভ হতে হবে। তাই ঝুঁকি না নিয়ে দেশ থেকে রিজার্ভ ক্রিকেটের উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেই মতো দলে ডাক পেয়েছেন বাংলার বাঁহাতি উইকেট কিপার অভিষেক পোড়েল। ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে অভিষেকদেরও আইসোলেশনে থাকতে হবে। তাই, টিমের সদস্য সংখ্যা নিয়েই চাপে ভারতীয় দল।
আরও পড়ুন: U19 Cricket World Cup 2022: রঞ্জির ক্যাম্পেই এল সুখবর, গিলক্রিস্ট ভক্ত অভিষেকের ফোকাসে বিশ্বকাপ