Hardik Panyda-Sai Kishore: হার্দিকের ‘কুকথা’, সাইয়ের কড়া চাহনি! GT-MI ম্যাচ শেষে অবাক কাণ্ডের সাক্ষী ক্রিকেটপ্রেমীরা

Mar 30, 2025 | 1:23 PM

GT vs MI, IPL 2025: আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে গুজরাট টাইটান্স। এই ম্যাচের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল নেটদুনিয়ায়।

Hardik Panyda-Sai Kishore: হার্দিকের কুকথা, সাইয়ের কড়া চাহনি! GT-MI ম্যাচ শেষে অবাক কাণ্ডের সাক্ষী ক্রিকেটপ্রেমীরা
হার্দিকের 'কুকথা', সাইয়ের কড়া চাহনি! GT-MI ম্যাচ শেষে অবাক কাণ্ডের সাক্ষী ক্রিকেটপ্রেমীরা
Image Credit source: X

Follow Us

কলকাতা: আইপিএল (IPL) মানে উত্তেজনার চোরাস্রোত। মাঠে হয় ব্যাট-বলের লড়াই। গ্যালারিতে হয় ফ্যানদের লড়াই। যা কখনও আচরণে, কখনও স্লোগানের মধ্য দিয়ে ফুটে ওঠে। যে ভেনুতে হয় আইপিএল ম্যাচ, সেখানে ভিড় করেন দুই দলের সমর্থকরা। তারস্বরে গলা ফাটিয়ে প্রিয় তারকাদের চিয়ার করেন ক্রিকেট প্রেমীরা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শনি-সন্ধেয় মুখোমুখি হয়েছিল শুভমন গিলের গুজরাট টাইটান্স এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচে হার্দিককে ব্যাটিংয়ের সময় উত্তেজিত হয়ে পড়তে দেখা যায়। নিজেকে কন্ট্রোল করতে না পেরে এক সময় প্রাক্তন সতীর্থ সাই কিশোরকে গালাগালি দিয়ে বসেন হার্দিক। আবার ম্যাচ শেষে দেখা যায় এক অবাক করা দৃশ্য। মাঝমাঠে হার্দিকের কু-কথা শোনা সাই ম্যাচের শেষে জানান, এ বিষয়ে তাঁর কী মতামত।

শনিবার আইপিএলের ম্যাচে কখন ঘটে হার্দিক পান্ডিয়া ও সাই কিশোরের ঝামেলা?

এই খবরটিও পড়ুন

গুজরাট টাইটান্সের দেওয়া ১৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫তম ওভারে হার্দিক ছিলেন ক্রিজে। সেই সময় বোলিংয়ে ছিলেন সাই কিশোর। তাঁর করা ২টি বল প্রথমে ডট ছিল। এরপর হার্দিক একটি চার মারেন। পরেরটি আবার ডট। ওই সময় হার্দিক একটি বল ডিফেন্ড করেন। কিছুটা সামনের দিকে এগিয়ে যান সাই। এরপর হার্দিককে কড়া চাহনি দিতে থাকেন। এমন ঘটনায় হার্দিক চুপ থাকতে পারেননি। হাত নাড়িয়ে একটি গালাগালি দিয়ে বসেন। সঙ্গে সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফিল্ড আম্পায়ার বিষয়টিতে হস্তক্ষেপ করেন। শেষ অবধি ৩৬ রানে হেরে যায় মুম্বই।

ওই ম্যাচের পর এক সাইকে প্রশ্ন করা হয় হার্দিকের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গে। তিনি বলেন, “হার্দিক তো আমার ভালো বন্ধু। আসলে মাঠে তো সকলেই প্রতিপক্ষ। কিন্তু আমরা আবার সেখানে হওয়া কোনও ঘটনাকে ব্যক্তিগতভাবে নিই না। আমরা ভালো প্রতিপক্ষ আর মনে করি সেই মতোই খেলা উচিত।” উল্লেখ্য, ম্যাচে শেষে দুই জন ক্রিকেটারকেই দেখা যায় একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁদের আলিঙ্গন দেখে আলোচনা কার্যত থিতিয়ে গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি, ভিডিয়ো ঘুরছে।