IPL 2025: সিরাজের সঙ্গে পাঙ্গা নিতে… গুজরাট ম্যাচের আগে ঈশানের মুখে এ কোন কথা!

Apr 06, 2025 | 12:47 PM

Watch Video: গুজরাট টাইটান্সের শেয়ার করা ৩৫ সেকেন্ডের এক ভিডিয়োতে দেখা গিয়েছে, নেটে ব্যাটিং অনুশীলন করছেন মহম্মদ সিরাজ। আর নেটের পাশেই তাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন শুভমন গিল এবং ঈশান কিষাণ।

IPL 2025: সিরাজের সঙ্গে পাঙ্গা নিতে... গুজরাট ম্যাচের আগে ঈশানের মুখে এ কোন কথা!
IPL 2025: সিরাজের সঙ্গে পাঙ্গা নিতে... গুজরাট ম্যাচের আগে ঈশানের মুখে এ কোন কথা!

Follow Us

কলকাতা: হায়দরাবাদে রবি-রাতে আইপিএলের (IPL) ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটান্স। চলতি আইপিএলে হারের হ্যাটট্রিক করেছে অরেঞ্জ আর্মি। প্যাট কামিন্সরা জয়ের সারণিতে ফিরতে চান। উপ্পলে শুভমন গিলের গুজরাটকে হারিয়ে ২ পয়েন্টেই ফোকাস ঈশান কিষাণদের। এই ম্যাচের আগে গুজরাট টাইটান্সের এক্স হ্যান্ডেলে এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে মহম্মদ সিরাজের ব্যাটিং দেখে বেশ কিছু মন্তব্য করেছেন ঈশান। সেই সময় তাঁর পাশেই ছিলেন গুজরাটের অধিনায়ক শুভমন গিল।

গুজরাট টাইটান্সের শেয়ার করা ৩৫ সেকেন্ডের এক ভিডিয়োতে দেখা গিয়েছে, নেটে ব্যাটিং অনুশীলন করছেন মহম্মদ সিরাজ। আর নেটের পাশেই তাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন শুভমন গিল এবং ঈশান কিষাণ। তাঁরা দু’জনই সিরাজকে দেখে হাসতে থাকেন। আসলে ঈশান ও শুভমন আজকের ম্যাচে প্রতিপক্ষ হলেও তাঁরা আগে ভালো বন্ধু। তাই ২২ গজের বাইরে খুনসুটি করতে দেখা গিয়েছে তাঁদের।

এই খবরটিও পড়ুন

শুভমন গিলের পাশে দাঁড়িয়ে ঈশান কিষাণকে বলতে শোনা যায়, ‘সিরাজের ব্যাটিং দেখছি।’ এরপর শুভমন ও ঈশান হাসতে থাকেন। সিরাজের ব্যাটিং পজিশন দেখিয়ে ঈশান বলতে থাকেন, ‘বল এদিকে থাকুক আর ওদিকে, ভাইয়ের পা এখানেই থাকবে।’ এরপর সিরাজের কয়েকটি শট দেখে গিল ও ঈশান বাহবা দিতে থাকেন। তারপর ঈশান নেটে ব্যাটিং প্র্যাক্টিস করতে থাকা সিরাজকে বলেন, ‘টাইমিং ভুল আছে।’ সিরাজ সঙ্গে সঙ্গে বলেন, ‘শক্তি দিয়ে তো শট মারিনি। ওয়ার্ম আপ করছিলাম।’

সিরাজের ব্যাটিংকে কেমন রেটিং দিতে চান? এই প্রসঙ্গে ভিডিয়োর শেষে ঈশানকে বলতে শোনা যায়, ‘আমি তো ভালো রেটিং দিই।’ এরপর শুভমন মনে করিয়ে দেন, সিরাজকে বলও করেন ঈশান। এরপর তরুণ উইকেটকিপার ব্যাটার ঈশান বলেন, ‘আমার বোলিংয়ে তো মুশকিলে পড়ে যায়। ওর আত্মবিশ্বাস টলে যায়। কিন্তু ব্যাটসম্যান হিসেবে ও খুব ভালো। আর তার উপর হায়দরাবাদে আছি। ওর লোকাল জায়গা। তাই আমি ওর সঙ্গে বেশি পাঙ্গা নিতে পারব না। খুব ভালো ব্যাটসম্যান।’