Jofra Archer: রাজস্থান রয়্যালসে ‘ঘুমন্ত দৈত্য’! ঘুম ভাঙতেই পঞ্জাবকে তছনছ করলেন জোফ্রা আর্চার
IPL 2025, PBKS vs RR: আইপিএলের ম্যাচে শনি-রাতে পঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে ৫০ রানে হারায় পিঙ্ক আর্মি। ম্যাচের সেরার পুরস্কার যায় জোফ্রা আর্চারের ঝুলিতে। তিনি বলেন, "টুর্নামেন্ট তো সবে শুরু হয়েছে। তবে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।

কলকাতা: পঞ্জাব কিংসের (Punjab Kings) ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের তখন ব্য়াটিং চলছিল। ড্রেসিংরুমে কম্বল গায়ে দিয়ে পাওয়ার ন্যাপ নিচ্ছিলেন রাজস্থান রয়্যালসের ‘ঘুমন্ত দৈত্য’। ইনিংস শেষের দিকে জাগানো হয় তাঁকে। এরপর! যেমনটা আন্দাজ করছেন, হয়েছে সেটাই। ২০৬ রান তাড়া করতে নামা পঞ্জাব কিংসকে প্রথম বলেই ধাক্কা দেন জোফ্রা আর্চার (Jofra Archer)। ক্লিন বোল্ড করেন প্রিয়াংশ আর্যকে। শনি-রাতের আইপিএলের (IPL) ম্যাচে পঞ্জাবের ইনিংসের প্রথম ওভারের শেষ ডেলিভারিতে শ্রেয়স আইয়ারের উইকেটও পকেটে পুরে ফেলেন। পাওয়ার ন্যাপ নিয়ে সুপার এনার্জি যেন চলে এসেছিল আর্চারের।
জোফ্রার এই ফর্ম দেখে অনেকেই অবাক। পাওয়ার ন্যাপে যে এত পাওয়ার নিয়ে নামবেন, কেই বা আন্দাজ করতে পেরেছিল! ঘণ্টায় ১৪০ কিমি গতি তোলা তাঁর কাছে জলভাত। পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৪৫ কিমি পেরিয়ে গেলেন বেশ কয়েকবার। সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট। ভাবা যায়! এ বার থেকে কি প্রতি ম্যাচেই রাজস্থান রয়্যালসের টিম ম্যানেজমেন্ট তাঁকে অনুরোধ করবে, জোফ্রা…একটু ঘুমিয়ে নাও, সময় হলে ডেকে দেব! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ড্রেসিংরুমে জোফ্রার পাওয়ার ন্যাপ নেওয়ার ছবি।
এই খবরটিও পড়ুন




Sleeping is the remedy to perform. Jofra Archer gets wicket on 1st ball of the match. pic.twitter.com/usvvQJ2fCy
— MUFA (@MufaAdani) April 5, 2025
পঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে ৫০ রানে হারায় পিঙ্ক আর্মি। ম্যাচের সেরার পুরস্কার যায় জোফ্রা আর্চারের ঝুলিতে। তিনি বলেন, “টুর্নামেন্ট তো সবে শুরু হয়েছে। তবে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। এমন দিন এলে তা উপভোগ করা দরকার। খারাপ দিন কাটালে তা থেকে শিক্ষা নেওয়া দরকার। কিছু পরিস্থিতিতে নিজেকে ভাগ্যবান মনে হয়। সকলে নিজের মতো করে কঠোর অনুশীলন করছে। প্রতিদিন যে ভালো কাটবে তা তো নয়।” ইংল্যান্ডের তারকা জোফ্রার কথা থেকে পরিষ্কার দলের জয়ে অবদান রাখতে পেরে তিনি যেমন খুশি, তেমনই কঠোর অনুশীলনে বিশ্বাসী।





