Asia cup 2025: এশিয়া কাপে ভারতের জয়ের চাবি খুঁজে দিলেন প্রাক্তন কোচ
Indian Cricket Team: এশিয়া কাপের ফাইনালে উঠলে বিশ্বকাপের আগে সব মিলিয়ে এই ফর্ম্যাটে ২০টি ম্যাচ পাবে ভারতীয় দল। সেরা কম্বিনেশন খুঁজে নিতে সাহায্য করবে এই ম্যাচগুলি। আপাতত নজরে এশিয়া সেরা হওয়াতেই। এর জন্য ভারতীয় দলের চাবি হতে পারেন দু-জন।

আর মাত্র একটা দিন। আগামী কাল মঙ্গলবার শুরু হচ্ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে এ বারের টুর্নামেন্ট। ভারতের অভিযান শুরু হবে বুধবার। নজর আগামী রবিবার। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। টুর্নামেন্টে ৮ বার চ্যাম্পিয়ন ভারত। এ বারও ভারতীয় দলকেই ফেভারিট মনে করা হচ্ছে। তার অন্যতম কারণ, টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। আগামী বছর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ট্রফি ধরে রাখাতেই নজর থাকবে সূর্যকুমার যাদবদের। এর জন্য প্রস্তুতিও প্রয়োজন। এশিয়া কাপের ফাইনালে উঠলে বিশ্বকাপের আগে সব মিলিয়ে এই ফর্ম্যাটে ২০টি ম্যাচ পাবে ভারতীয় দল। সেরা কম্বিনেশন খুঁজে নিতে সাহায্য করবে এই ম্যাচগুলি। আপাতত নজরে এশিয়া সেরা হওয়াতেই। এর জন্য ভারতীয় দলের চাবি হতে পারেন দু-জন। এমনটাই মনে করছেন প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ।
ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের মধ্যে তিনটি টেস্ট খেলার কথা ছিল জসপ্রীত বুমরার। সেই অনুযায়ী তাঁর ওয়ার্কলোড ম্যানেজ করা হয়। যদিও বুমরাকে আরও একটা ম্যাচে অর্থাৎ শেষ টেস্টেও খেলানোর পরিকল্পনা ছিল কিন্তু চোটের কারণে তা হয়নি। টিমের তরফে এমনটাই জানানো হয়। এশিয়া কাপে বুমরা সব কটি ম্যাচেই খেলবেন বলে মনে করা হচ্ছে। আর বুমরার সঙ্গে ছন্দে থাকা অর্শদীপ সিং ভারতের খেতাব জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এমনই মত ভরত অরুণের।
সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ বলেন, ‘অর্শদীপ সিং টি-টোয়েন্টিতে কী করতে পারে, তা আমরা সকলেই দেখেছি। আশা করি, ইংল্যান্ডে প্র্যাক্টিস সেশনে বোলিং করেছে। তবে ওর মধ্যে ম্যাচ প্র্যাক্টিসের অভাব রয়েছে। সুতরাং, নেটে কেমন বোলিং করেছে তা নয়, ছন্দ আসবে ম্যাচ খেললেই। অর্শদীপের কাছে এটিই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ও কত তাড়াতাড়ি ম্যাচের ছন্দে ফেরে সেটাই দেখার। আমার মনে হয়, ছন্দ পেতে দুটো ম্যাচও লাগতে পারে।’
বুমরা সব ম্যাচেই খেলবেন এমনটাই প্রত্যাশা ভরত অরুণের। বলছেন, ‘বুমরাকে প্রতিটা ম্যাচেই দেখতে চাই। তবে এটা ওর সিদ্ধান্ত, সব ম্যাচে খেলবে কি না। আমার মনে হয় না, টুর্নামেন্টের যা ফর্ম্যাট তাতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেবে বুমরা।’
