AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs WI, Test Series: টেস্ট ক্যাপ্টেন হয়ে প্রথম সিরিজ জয় শুভমন গিলের, কেমন অভিজ্ঞতা হল ‘প্রিন্স অব ক্রিকেটের’?

India vs West Indies: ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন গিল প্রথম সিরিজ জিতেছেন। সাদা জার্সিতে ভারতের স্থায়ী ক্যাপ্টেন হিসেবে এই সিরিজ জয়ের পর কী বললেন গিল এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রস্টন চেজ? জেনে নিন বিস্তারিত।

IND vs WI, Test Series: টেস্ট ক্যাপ্টেন হয়ে প্রথম সিরিজ জয় শুভমন গিলের, কেমন অভিজ্ঞতা হল 'প্রিন্স অব ক্রিকেটের'?
টেস্ট ক্যাপ্টেন হয়ে প্রথম সিরিজ জয়, কেমন অভিজ্ঞতা হল শুভমন গিলের?Image Credit: BCCI
| Updated on: Oct 14, 2025 | 3:02 PM
Share

কলকাতা: প্রথম কিছু বরাবরই ভীষণ স্পেশাল। সে প্রথম কাজের সাফল্য, স্যালারি থেকে শুরু করে প্রথম প্রেম… এসবই থাকে ভীষণ স্পেশালের তালিকায়। এ বার দেশের টেস্ট (Test Cricket) ক্যাপ্টেন শুভমন গিলের খাতায় তেমন এক অভিজ্ঞতা যোগ হল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে শুভমন গিল (Shubman Gill) প্রথম সিরিজ জিতেছেন। সাদা জার্সিতে ভারতের স্থায়ী ক্যাপ্টেন হিসেবে এই সিরিজ জয়ের পর কী বললেন গিল এবং ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রস্টন চেজ? জেনে নিন বিস্তারিত।

অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জিতে শুভমন গিল বলেন, “নেতৃত্ব দেওয়ার যে সুযোগটা পেয়েছি, তা অত্যন্ত সম্মানের। এই দায়িত্ব পালন করা, প্লেয়ারদের ম্যানেজ করা, সবটাই আমার কাছে বিশেষ। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক বিকল্প বাছাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যাতে দলের ভাল হয়, সেই সম্ভবনার কথা মাথায় রেখে সব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি। আমরা ৩০০-র বেশি রানে এগিয়ে ছিলাম। উইকেটও নিষ্প্রাণ দেখাচ্ছিল। তাই ফলো অনের পথে হাঁটি। আমি ৩-৪ বছর বয়স থেকে ক্রিকেট খেলছি। তাই ব্যাটিং করার সময় আমি অধিনায়ক হিসেবে নয়, ব্যাটার হিসেবে নিজের সিদ্ধান্ত নিই। ছেলেবেলাতেই শিখেছি কীভাবে দলকে জিততে সাহায্য করা যায়।”

ভারত সফরে এসে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রস্টন চেজ বলেন, “দলের ২টো ছেলে সেঞ্চুরি করেছে। দীর্ঘদিন পর প্রথম বার আমরা ১০০ ওভার ব্যাটিং করেছি। আর যার ফলে ম্যাচটাকে আমরা পঞ্চম দিনে নিয়ে যেতে পেরেছি। আমরা ৮০ ওভার ব্যাট করার রাস্তা খুঁজছিলাম। যার ফলে স্পিনের বিরুদ্ধে কেমন করে খেলব, সেই পরিকল্পনা করেছি। আমাদের কাছে বেশ কিছু সেরা প্লেয়ার রয়েছে। আমরা এই সিরিজের অভিজ্ঞতা আগামীতে কাজে লাগিয়ে এগিয়ে যাব।”