Asia Cup 2023: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ! টুর্নামেন্ট বয়কট করতে পারেন বাবররা
পাক বোর্ডের চেয়ারম্যান নজম শেঠী আগেই ইঙ্গিত দিয়েছেন যে, এশিয়া কাপ পাকভূমে আয়োজিত না হলে পাকিস্তান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না।
কলকাতা: শেষমেশ পাকিস্তান থেকে সরেই গেল এশিয়া কাপ! পাকভূমে হচ্ছে না ২০২৩ সালের এশিয়া কাপ (Asia Cup 2023)। ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানের (Pakistan Cricket) গিয়ে এশিয়া কাপ খেলার ঘোর বিরোধী ছিল। পাকিস্তান হাইব্রিড মডেলের প্রস্তাব দিলেও সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহির প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে প্রস্তাব নাকচ করে দেয় বিসিসিআই (BCCI)। এক্ষেত্রে ভারত পাশে পেয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, এশীয় ক্রিকেট কাউন্সিল পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের পরিবর্তে কোন দেশে এশিয়া কাপ আয়োজিত হবে সেই সিদ্ধান্তও পাকা। তবে ভেনু দেশ নিয়ে চূড়ান্ত ঘোষণা এখনই হবে না। চলতি মাসের শেষদিকে এশিয়া কাপের আয়োজন কোন দেশে হবে তা জানিয়ে দেবে এসিসি। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
পাক বোর্ডের চেয়ারম্যান নজম শেঠী আগেই ইঙ্গিত দিয়েছেন যে, এশিয়া কাপ পাকভূমে আয়োজিত না হলে পাকিস্তান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। টুর্নামেন্ট সরে যাওয়ায় পাকিস্তান আদৌ টুর্নামেন্টে খেলবে কি না তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তান এশিয়া কাপ বয়কট করলে বছরের শেষদিকে ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে ফের বেগড়বাঁই করতে পারে পিসিবি। বিসিসিআইয়ের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করার বিষয়ে আশাবাদী ছিল পাকিস্তান। কিন্তু বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো এশীয় ক্রিকেট কাউন্সিলের অন্যান্য সদস্য দেশগুলির সমর্থন পেয়ে যায় ভারত। কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। এতগুলো দেশ পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর দাবি তোলায় নজম শেঠীদের পক্ষে টুর্নামেন্ট নিজেদের দেশে আয়োজন করা সম্ভব নয়। শেষমেশ হার মেনে নিয়েছে পাক ক্রিকেট বোর্ড।
২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল। সে বার আমিরশাহির গরমে নাজেহাল হতে হয়েছিল ক্রিকেটারদের। বিশ্বকাপের ঠিক আগে ওই টুর্নামেন্টে গুরতর চোটের কবলে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। অতীতের কথা মাথায় রেখে আমিরশাহি বাদ পড়ে যায় সম্ভাব্য আয়োজক দেশ হিসেবে।