Asia cup 2025 PAK VS OMA Match Result: রবিবারের মেগা ম্যাচের আগে জিতল পাকিস্তানও
Asia cup 2025 PAK VS OMA Match Highlights: শেষ অবধি স্বস্তির জয়। মহম্মদ হ্যারিস এবং বোলাররা দুর্দান্ত পারফর্ম করেন। বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মতো দুই সুপারস্টারকে ছাড়াই দল গড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জয় দিয়ে অভিযান শুরু করায় সুপার সান ডে-র অপেক্ষা বাড়ল।

এশিয়া কাপে বিশাল জয়ে অভিযান শুরু করেছিল ভারত। আরব আমির শাহিকে ৯ উইকেটে হারিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। ভারতের গ্রুপে দ্বিতীয় শক্তিশালী দল পাকিস্তান। জয় দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু করল তারাও। যদিও ক্রিকেট বিশ্বের তথাকথিত লিলিপুট দেশ ওমানের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েছিল পাকিস্তান ক্রিকেট দল। শেষ অবধি স্বস্তির জয়। মহম্মদ হ্যারিস এবং বোলাররা দুর্দান্ত পারফর্ম করেন। বাবর আজম, মহম্মদ রিজওয়ানের মতো দুই সুপারস্টারকে ছাড়াই দল গড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। জয় দিয়ে অভিযান শুরু করায় সুপার সান ডে-র অপেক্ষা বাড়ল।
রবিবার এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর প্রথম বার বাইশ গজে মুখোমুখি দুই দল। এশিয়া কাপের এই ম্যাচ ঘিরে নানা বিতর্কের পরিস্থিতিও তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকারের নির্দেশিকা মেনেই চলা হচ্ছে। রবিবার সূর্যকুমার যাদবদের কাছে সুপার ফোরে জায়গা করে নেওয়ারও ম্যাচ। দু-দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। ফলে রবিবার যে দল জিতবে, সুপার ফোর নিশ্চিত বলা যায়।
ওমানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। যদিও শুরুতেই হোঁচট। গোল্ডেন ডাক ওপেনার সায়াম আয়ুব। আর এক ওপেনার শাহিবজাদা ফারহান ২৯ বলে ২৯ রান করেন। মহম্মদ হ্যারিস ৪৩ বলে ৬৬ রান করেন। স্লগ ওভারে ফের সমস্যায় পড়ে পাকিস্তান। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান করে পাকিস্তান।
বড় দলের বিরুদ্ধে খেলার তেমন অভিজ্ঞতা নেই ওমানের। ফলে এই টার্গেট তাদের কাছে অনেক বড় বলা যায়। রান তাড়ায় সেটাই হল। ওমান ব্যাটাররা ক্রিজে থাকার মরিয়া চেষ্টা করেন। ওপেনার আমির কলিম ১৩ এবং তিনে নামা হামাদ মির্জা ২৭ রান করেন। মাত্র ৫১ রানেই নবম উইকেট হারায় ওমান। শেষ উইকেটে শাকিল আহমেদ এবং ভারতীয় বংশোদ্ভূত সময় শ্রীবাস্তব দুর্দান্ত ব্য়াটিং করেন। লোয়ার অর্ডারের লড়াই দীর্ঘস্থায়ী হয়নি। ৬৭ রানেই অলআউট ওমান। ৯৩ রানের বিশাল ব্যবধানে জয় পাকিস্তানের।
