৩৫ বছর আগের যৌন হেনস্তা প্রকাশ্যে আনলেন অজি ক্রিকেটার মিচেল
ওই সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন গ্রেগ চ্যাপেল ছিলেন নির্বাচক। তিনি ওই ঘটনার কথা জানতেন না। শুধু তিনি কেন, কেউই জানতেন না, ওই সময় এই রকম কোনও ঘটনা ঘটেছিল কিনা। প্রশ্ন হল, মিচেল এত সময় নিলেন কেন সত্যিটুকু বলতে।
সিডনি: প্রায় পঁয়ত্রিশ বছর আগের এক কেলেঙ্কারিতে লন্ডভন্ড অস্ট্রেলিয়া ক্রিকেট। ১৯৮৫ সালে ভারত ও শ্রীলঙ্কা সফরে গিয়েছিল অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ টিম। সেই সময় জেমি মিচেল (Jamie Mitchell) নামের এক ক্রিকেটারকে ধর্ষণ করেছিল টিমেরই ডাক্তার। মিচেলের এমন অভিযোগে তোলপাড় চলছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের দেশিয় ক্রিকেট। যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কী ঘটেছিল সেই সফরে? ১৯৮৫ সালের ৩০ মার্চ, শ্রীলঙ্কা সফরের শেষ দিন ঘটেছিল ওই জঘন্য ঘটনা। অস্ট্রেলিয়ার একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে মিচেল বলেছেন, ‘ক্রিকেটকে কেরিয়ার বেছে নেওয়ার বদলে ওই ঘটনা আমার মনে স্থায়ী কালো ছাপ ফেলেছিল। অনেক বছর ওই ঘটনা থেকে বেরতে পারিনি। অস্ট্রেলিয়ান বোর্ডের কাছে এখন একটা সুযোগ, এই রকম ঘটনাগুলোকে যাতে ক্রিকেট থেকে মুছে ফেলা যায়।’
ওই সময় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন গ্রেগ চ্যাপেল ছিলেন নির্বাচক। তিনি ওই ঘটনার কথা জানতেন না। শুধু তিনি কেন, কেউই জানতেন না, ওই সময় এই রকম কোনও ঘটনা ঘটেছিল কিনা। প্রশ্ন হল, মিচেল এত সময় নিলেন কেন সত্যিটুকু বলতে। মিচেলের বয়স এখন ৫৫। সে দিন শরীর ভালো না লাগায় টিমের ডাক্তারের কাছে গিয়েছিলেন তিনি। ওই ডাক্তার মিচেলকে কড়া ডোজের ইঞ্জেকশন দিয়েছিলেন।
মিচেল বলেছেন, ‘আমার টিমমেটরা বলেছিল, বেশ কয়েক ঘণ্টার জন্য ওরা আমার কোনও খোঁজ পায়নি। পরদিন সকালে ওরা আমাকে বাথরুমে দেখতে পায়। দেশে ফেরার বিমান ধরার তাড়া ছিল। ওরাই আমাকে তৈরি করে। দেশে ফেরার পর বিমানবন্দরে হুইলচেয়ারে করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।’
গ্রেগও বলেছেন, ‘চমকে দেওয়া একটা ঘটনা পুনরুদ্ধার করা হয়েছে। যদি জানা যায়, তেমন কিছু ঘটেনি, আমার থেকে খুশি আর কেউ হবে না। এই অভিযোগ কিন্তু আর একটা দিক তুলে ধরছে। যা মেনে নেওয়া সত্যিই কঠিন। আশা করি সিএ এই অভিযোগটা মানবিক দিক থেকে খতিয়ে দেখবে।’
আরও পড়ুন: IND vs SA 2nd Test Day 1 Live: প্রথম সেশন শেষ, লাঞ্চ বিরতিতে ভারত ৫৩/৩