Ranji Trophy: রঞ্জিতে পূর্ণশক্তির দল বাংলার, সোমবার থেকে অনুশীলনে সামি
Bengal Cricket: অনেক আগে ভাগেই রঞ্জির প্রস্তুতি শুরু করে দিয়েছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। রবিবার শহরে আসছেন মহম্মদ সামি। সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন তিনি। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে মোরাদাবাদ এক্সপ্রেস।

কলকাতা: ১৫ তারিখ রঞ্জি ট্রফির (Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) প্রথম ম্যাচে বঙ্গব্রিগেডের সামনে উত্তরাখণ্ড। তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে, খেতাব জেতেনি বাংলা। কাপ আর ঠোঁটের দূরত্ব থেকেই গিয়েছে। প্রতি বারই একটা প্রশ্ন ঘুরপাক খায়। এ বার কি শাপমুক্তি ঘটবে? এবছর পূর্ণ শক্তির দল নিয়েই প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলা। অনুষ্টুপ মজুমদারকে সরিয়ে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরনের হাতে। সহ অধিনায়ক অভিষেক পোড়েল। বাংলার প্রথম ম্যাচে নজরে অবশ্যই মহম্মদ সামি।
অনেক আগে ভাগেই রঞ্জির প্রস্তুতি শুরু করে দিয়েছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। রবিবার শহরে আসছেন মহম্মদ সামি। সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়বেন তিনি। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে মোরাদাবাদ এক্সপ্রেস। জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। মাঝে দলীপ ট্রফিতে ৩৪ ওভার হাত ঘুরিয়েছেন। জাতীয় দলে কামব্যাক করতে ঘরোয়া ক্রিকেটই এখন পাখির চোখ মহম্মদ সামির। ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন থাকলেও সামিকে শুরু থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
রবিবার থেকে অনুশীলনে যোগ দেবেন আকাশদীপ। বৃষ্টির কারণে গতকাল ইডেনের ইন্ডোরেই গা ঘামান ঈশ্বরনরা। শনিবার বাংলার অনুশীলনে ছুটি দেওয়া হয়। বোলিং বিভাগের পাশাপাশি ব্যাটিং বিভাগও শক্তিশালী। দীর্ঘ কয়েক দশকের ব্যর্থতা কাটিয়ে বাংলার আকাশে আলো ফোটে কিনা সেদিকেই তাকিয়ে বঙ্গ ক্রিকেটমহল।
বাংলার রঞ্জি ট্রফি স্কোয়াড
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (সহঅধিনায়ক/উইকেটকিপার), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিং, বিশাল ভাটি, মহম্মদ সামি, আকাশ দীপ, সুরজ সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্তা ও বিকাশ সিং।
