India vs Bangladesh: যে কোনও মুহূর্তে ও ম্যাচ ঘোরাতে পারে… গম্ভীর বেছে নিলেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস

Gautam Gambhir on Jasprit Bumrah: জসপ্রীত বুমরার টেস্ট ক্রিকেটে খেলার তাগিদ বিশেষ ভালো লাগার জায়গা গৌতম গম্ভীরের। তিনি এই প্রসঙ্গে বলেন, 'বুমরার মধ্যে যে জিনিসটা খুব ভালো লাগে, তা হল ওর টেস্ট ক্রিকেট খেলার তাগিদ।'

India vs Bangladesh: যে কোনও মুহূর্তে ও ম্যাচ ঘোরাতে পারে... গম্ভীর বেছে নিলেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস
India vs Bangladesh: যে কোনও মুহূর্তে ও ম্যাচ ঘোরাতে পারে... গম্ভীর বেছে নিলেন টিম ইন্ডিয়ার তুরুপের তাসImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Sep 18, 2024 | 2:20 PM

কলকাতা: মাঠে নামলেই জয় চাই — এই মন্ত্রেই বিশ্বাসী টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের আগেও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মুখে একই কথা শোনা গেল। প্রতিপক্ষকে সমীহ করছেন ঠিকই। কিন্তু জয় ছাড়া কিছু ভাবছেন না বিরাট-রোহিতদের হেড স্যার। এরই মাঝে ভারতের হেড কোচ বাংলাদেশ (Bangladesh) টেস্ট সিরিজের জন্য বেছে নিয়েছেন টিম ইন্ডিয়ার তুরুপের তাসকে। চেন্নাই টেস্টের আগে দলের এক বোলারকে প্রশংসায় ভরিয়েছেন। একইসঙ্গে তাঁকে বিশ্বের অন্যতম সেরাও বলেছেন গৌতম। তিনি কে?

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের আগে প্রেস কনফারেন্সে জসপ্রীত বুমরার ভূয়ষী প্রশংসা করেছেন গৌতম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে জসপ্রীত বুমরা বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার। ওকে ড্রেসিংরুমে পেয়ে আমরা আপ্লুত। ওর মতো ক্রিকেটার আমাদের দলে রয়েছে, যা অত্যন্ত গর্বের। ও এমন এক প্লেয়ার যে, ম্যাচের যে কোনও পরিস্থিতিতে মোড় ঘোরাতে পারে।’

বুমরার টেস্টে খেলার তাগিদ বিশেষ ভালো লাগার জায়গা গৌতমের। তিনি এই প্রসঙ্গে বলেন, ‘বুমরার মধ্যে যে জিনিসটা খুব ভালো লাগে, তা হল ওর টেস্ট ক্রিকেট খেলার তাগিদ। ওয়েস্ট ইন্ডিজে টি-২০ ফর্ম্যাটে ও কী করেছে, তা সকলের জানা। লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ও কেমন খেলেছিল, সেটাও জানা সকলের।’

এই খবরটিও পড়ুন

এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে হওয়া টেস্ট সিরিজে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২৬টি উইকেট নিয়েছিলেন। আর ১৯টি উইকেট নিয়েছিলেন জসপ্রীত বুমরা। গৌতমের কথা থেকে পরিষ্কার, বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে বুমরার উপর অতিরিক্ত আস্থা রাখতেই পারে টিম ইন্ডিয়া। টেস্টে বুমরার পারফরম্যান্স সেই ভরসার জায়গাটা এনে দিয়েছে। অবশ্য শুধু টেস্টে নয়, বুমরা তিন ফর্ম্যাটেই বেশ উজ্জ্বল।