Rohit Sharma: ‘সম্ভব নয়…’, ভারত অধিনায়ক রোহিত শর্মার পরিষ্কার বার্তা
India vs Bangladesh 1st Test: ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মহম্মদ সামি। অসুস্থতার কারণে দলীপের প্রথম রাউন্ডে খেলানো হয়নি মহম্মদ সিরাজকে। শার্দূল ঠাকুরও চোটে বাইরে। দলীপ ট্রফিতে প্রচুর তরুণ ক্রিকেটারও রয়েছেন। ১৫ সপ্তাহে ১০টি টেস্ট খেলবে ভারত। সবই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই দশ টেস্টের সফর শুরু হচ্ছে বৃহস্পতিবার।
সময়টা খুব কম। ব্যস্ত ক্রীড়াসূচি। অন্য ফরম্যাট বাদই থাক। ১৫ সপ্তাহে ১০টি টেস্ট খেলবে ভারত। সবই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই দশ টেস্টের সফর শুরু হচ্ছে বৃহস্পতিবার। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর ঘরের মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট। আসল পরীক্ষা অস্ট্রেলিয়া সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এ বার। রয়েছে গোলাপি বলে দিন-রাতের ম্যাচও। তাই প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এ বিষয়ে সন্দেহ নেই। অধিনায়ক রোহিত শর্মাও পরিষ্কার বার্তা দিলেন।
ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মহম্মদ সামি। অসুস্থতার কারণে দলীপের প্রথম রাউন্ডে খেলানো হয়নি মহম্মদ সিরাজকে। শার্দূল ঠাকুরও চোটে বাইরে। দলীপ ট্রফিতে প্রচুর তরুণ ক্রিকেটারও রয়েছেন। টিম ম্যানেজমেন্টের ভাবনায় রোটেশন। জসপ্রীত বুমরা প্রসঙ্গ উঠতেই রোহিত যেমন পরিষ্কার বলে দিলেন, ‘সবসময়ই সেরা প্লেয়ারদের চাই। টেস্ট সিরিজের পাশাপাশি, টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। ফলে বোলারদের সে ভাবেই ব্যবহার করতে হবে। এটা আমরা ইংল্যান্ডের বিরুদ্ধেও করেছি। বুমরা, সিরাজদের বিশ্রাম দিতে পেরেছি। ওদের ফিটনেস, ফিজিও কী বলে, সেই অনুযায়ী বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই চাই, সেরা প্লেয়াররা সব ম্যাচই খেলুক। সেটা সম্ভব নয়। তবে আমাদের ওয়েটিং লিস্টে অনেক পেসারই রয়েছে, সুতরাং চিন্তিত নই।’
শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। কোচিং স্টাফও বদলেছে। টেস্টে নতুন সফর শুরু হচ্ছে গৌতম গম্ভীর-রোহিত শর্মা কোচ-ক্যাপ্টেন জুটির। সেই প্রসঙ্গেও রোহিতের কাছে জানতে চাওয়া হয়। ক্যাপ্টেন বলছেন, ‘নতুন কোচিং টিম হলেও গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ারের সঙ্গে দীর্ঘ পরিচয়। মর্কেলের বিরুদ্ধে খেলেছি। রায়ানের সঙ্গে শ্রীলঙ্কায় কাটিয়ে বুঝেছি, ও খুব ভালো উপলব্ধি করতে পারে। গম্ভীর-নায়ারের সঙ্গে শ্রীলঙ্কায় প্রথম সিরিজ ছিল। রাহুল ভাই, বিক্রম রাঠোর, মামরে প্রত্যেকের স্টাইল আলাদা হয়। ১৭ বছর ধরে খেলছি, আলাদা আলাদা কোচও পেয়েছি। এর সঙ্গে মানিয়ে নেওয়া জরুরি। এখনও অবধি আমাদের কোনও সমস্যা হয়নি। বোঝাপড়া ঠিক থাকা প্রয়োজন, যেটা আমাদের রয়েছে।’