AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: স্নায়ুর চাপ সামলে ১১ বছর পর দলীপ চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন

Duleep Trophy 2025 Final: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন করা হয়েছিল রজত পাতিদারকে। তাঁর নেতৃত্বে প্রথম বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় আরসিবি। এ বার সেন্ট্রাল জোনকে দলীপ ট্রফির খেতাব দিলেন ক্যাপ্টেন রজত পাতিদার।

Indian Cricket: স্নায়ুর চাপ সামলে ১১ বছর পর দলীপ চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন
Image Credit: PTI
| Updated on: Sep 15, 2025 | 6:24 PM
Share

দীর্ঘ ১১ বছর পর দলীপ ট্রফি চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। একটা সময় মনে হয়েছিল ইনিংসে জিতবেন রজত পাতিদাররা। যদিও দ্বিতীয় ইনিংসে সাউথ জোনের লড়াই কঠিন পরিস্থিতির সামনে পড়েছিল সেন্ট্রাল জোন। স্নায়ুর চাপ সামলে অবশেষে ট্রফি হাতে তুললেন রজতরা। দুর্দান্ত একটা দৌড় বিশেষ করে রজত পাতিদারের জন্য। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন করা হয়েছিল রজত পাতিদারকে। তাঁর নেতৃত্বে প্রথম বার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয় আরসিবি। এ বার সেন্ট্রাল জোনকে দলীপ ট্রফির খেতাব দিলেন ক্যাপ্টেন রজত পাতিদার।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল সেন্ট্রাল জোন। দুই স্পিনার কুমার কার্তিকেয় এবং সারাংশ জৈনের অনবদ্য বোলিংয়ে সাউথ জোনকে মাত্র ১৪৯ রানেই গুটিয়ে দিয়েছিল। জবাবে ৫১১ রানের বিশাল স্কোর গড়ে সেন্ট্রাল জোন। যশ রাঠোর ১৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেন। বোলিংয়ের পর ব্যাটিংয়েও অবদান রাখেন সারাংশ জৈন। দ্বিতীয় ইনিংসে অবশ্য দুর্দান্ত লড়াই করে সাউথ জোন। প্রত্যেক ব্যাটারই অবদান রাখেন। বিশেষ করে বলতে হয় মিডল ও লোয়ার মিডল অর্ডারের দুই ব্যাটার আন্দ্রে সিদ্ধার্থ ও অঙ্কিত শর্মার কথা। ৮৪ রানে অপরাজিত থাকেন আন্দ্রে সিদ্ধার্থ। ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন অঙ্কিত।

দ্বিতীয় ইনিংসে অঙ্কিত ও আন্দ্রে সিদ্ধার্থের লড়াইয়ের সৌজন্যে লিডও নেয় সাউথ জোন। তা যদিও মাত্র ৬৫ রানের। তবে শেষ দিনের পিচে ৬৬ রান তোলাটা একেবারেই যে সহজ হত না, বলাই যায়। পরপর উইকেট হারাতে থাকে সেন্ট্রাল জোন। ক্যাপ্টেন রজত পাতিদারও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে ব্যর্থ। ওপেনার অক্ষয় ওয়াদকার ও প্রথম ইনিংসের নায়ক ১৩ রানে অপরাজিত থাকেন। অবশেষে ৬ উইকেটের জয়। ২১ ওভারে রান তাড়া করে সেন্ট্রাল জোন।