IND U19 vs AUS U19: অস্ট্রেলিয়াকে বিশাল ব্যবধানে হারাল যুব ভারত
Youth ODI cricket: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম যুব ওয়ান ডে ম্যাচে বিশাল ব্য়বধানে জিতল ভারত। যদিও বৈভব সূর্যবংশীর থেকে প্রত্যাশাপূরণ হল না, এটুকু বলাই যায়। ভারতের জয়ের মূল কারিগর অবশ্য বোলাররা। বিশেষ করে নতুন বলে কিষাণ কুমারের বোলিং প্রশংসনীয়।

কিছুদিন আগে ইংল্য়ান্ড সফরে গিয়েছিল ভারতের যুব দল। এ বার অস্ট্রেলিয়া। তার আগে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে দীর্ঘ শিবির হয়েছে আয়ুষ মাহত্রে, বৈভব সূর্যবংশীদের নিয়ে। রোহিত শর্মার মতো কিংবদন্তির পরামর্শও মিলেছে। সবটাই যেন কাজে লাগল যুব দলের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম যুব ওয়ান ডে ম্যাচে বিশাল ব্য়বধানে জিতল ভারত। যদিও বৈভব সূর্যবংশীর থেকে প্রত্যাশাপূরণ হল না, এটুকু বলাই যায়। ভারতের জয়ের মূল কারিগর অবশ্য বোলাররা। বিশেষ করে নতুন বলে কিষাণ কুমারের বোলিং প্রশংসনীয়।
আয়ুষ মাহত্রের নেতৃত্বাধীন ভারত অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দল। এরপরই জোড়া থাকা। ইনিংসের প্রথম বলেই ওপেনার অ্যালেক্স টার্নারকে ফেরান কিষাণ কুমার। ওভারের শেষ ডেলিভারিতে আর এক ওপেনারের উইকেট। প্রথম ওভারেই দুই ওপেনার শূন্য রানে ফেরেন। তিনে নামা স্টিভেন হোগানের পাশাপাশি মিডল অর্ডার কিছুটা অবদান রাখে। শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করে অস্ট্রেলিয়া। তাদের হয়ে সর্বাধিক ৭৭ রান জন জেমসের। ভারতীয় বোলারদের মধ্যে হেনিল প্য়াটেল তিন উইকেট এবং কিষাণ কুমার ও কণিষ্ক চৌহান দুটি করে উইকেট নেন। অম্বরিশের দখলে এক উইকেট।
রান তাড়ায় ভারতের শুরুটাও ভালো হয়নি। বৈভব সূর্যবংশী চিরাচরিত ভঙ্গিতে বিধ্বংসী ব্যাটিং করেন। ওপেনিং জুটিতে আয়ুষ মাহত্রের সঙ্গে ৫০ রান যোগ করলেও পুরোটাই এসেছে কার্যত বৈভবের ব্য়াটেই। পরপর দু-ওভারে দলীই ৫০ রানেই ফেরেন বৈভব ও আয়ুষ। বৈভব ২২ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। আয়ুষ ও তিনে নামা বিহান মালহোত্রা ৯ রান করেন। এরপর অবশ্য় আর কোনও সমস্য়া আসতে দেননি বেদান্ত ত্রিবেদী ও কিপার ব্যাটার অভিজ্ঞান কুন্ডু। বেদান্ত ৬৯ বলে ৬১ রান ও অভিজ্ঞান ৭৪ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। ৩০.৩ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্য়পূরণ ভারতের যুব দলের।
