IPL 2024: ‘৫’-এ শেষ করেছিলেন, সেই চেন্নাইয়ের বিরুদ্ধেই ৪৩-র প্রত্যাবর্তন পৃথ্বীর
Prithvi Shaw, Delhi Capitals: পৃথ্বী শ-কে কেন খেলানো হচ্ছে না এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। ভাইজ্যাগে প্রথম 'হোম' ম্যাচে নেমেছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে প্রথম দুটিই ছিল অ্যাওয়ে ম্যাচ। জোড়া হারের পর চাপ বাড়ছিল দিল্লি ক্যাপিটালসের উপর। ক্যাপ্টেন ঋষভ পন্থের প্রত্যাবর্তনও সুখকর হয়নি। ব্যাট হাতে সেই অর্থে ভরসা দেওয়ার মতো ইনিংস খেলতে পারেননি।
পৃথ্বী শ-কে একটা সময় বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গেও তুলনায় আনা হত। তাঁর মধ্যে তারকা হয়ে ওঠার সমস্ত রসদ খুঁজে পাচ্ছিলেন বিশেষজ্ঞরা। যদিও ধারাবাহিকতা দেখা যায়নি। আন্তর্জাতিক ক্রিকেট দূর অস্ত, আইপিএলেও মরসুমের প্রথম দু-ম্যাচে দিল্লি বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শেষ ম্যাচ খেলেছিলেন গত আইপিএলে। গত বছর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ মে-র সেই ম্যাচে মাত্র ৫ রান করেছিলেন পৃথ্বী শ। আইপিএলে প্রত্যাবর্তন সেই সিএসকের বিরুদ্ধেই।
পৃথ্বী শ-কে কেন খেলানো হচ্ছে না এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল দিল্লি ক্যাপিটালস টিম ম্যানেজমেন্ট। ভাইজ্যাগে প্রথম ‘হোম’ ম্যাচে নেমেছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্টে প্রথম দুটিই ছিল অ্যাওয়ে ম্যাচ। জোড়া হারের পর চাপ বাড়ছিল দিল্লি ক্যাপিটালসের উপর। ক্যাপ্টেন ঋষভ পন্থের প্রত্যাবর্তনও সুখকর হয়নি। ব্যাট হাতে সেই অর্থে ভরসা দেওয়ার মতো ইনিংস খেলতে পারেননি। নেতৃত্বেও হতাশা।
𝐒𝐨 𝐟𝐚𝐫 𝐬𝐨 𝐂𝐥𝐚𝐬𝐬𝐲 🤌🏻#YehHaiNayiDilli #IPL2024 #DCvCSK pic.twitter.com/tKVrYJiHKd
— Delhi Capitals (@DelhiCapitals) March 31, 2024
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলে পরিবর্তন করতে বাধ্য হয় দিল্লি ক্যাপিটালস। অবশেষে সুযোগ মেলে পৃথ্বী শ-র। এ বারের আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ভরসা দিলেন দিল্লি ওপেনার। যদিও হাফসেঞ্চুরি করা হল না। ২৭ বলে ৪৩ রানের ইনিংসে ভরসা দিলেন পৃথ্বী। ইনিংসে ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি। পৃথ্বীর ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে দিল্লির ভিত অনেকটাই মজবুত হয়।