GT vs SRH IPL Match Result: ফর্মে কিলার মিলার, বিধ্বংসী সানরাইজার্সকে হারিয়ে জয়ে ফিরল GT

Gujarat Titans vs Sunrisers Hyderabad, আইপিএল 2024: ম্যাচের আগের দিন গুজরাট টাইটান্স ব্যাটিং কোচ তথা মেন্টর গ্যারি কার্স্টেন। তরুণ অধিনায়ক শুভমন গিলকে নিয়ে তাঁর মূল্যায়ণ, 'বুদ্ধিমান'। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। ক্ষণে ক্ষণে পরিকল্পনা বদলাতে হয়। সেটা ভালো ভাবেই করে দেখিয়েছেন শুভমন দিল। গত ম্যাচে বিশাল রান তাড়া করতে নামায় চাপে পড়েছিল গুজরাট টাইটান্স।

GT vs SRH IPL Match Result: ফর্মে কিলার মিলার, বিধ্বংসী সানরাইজার্সকে হারিয়ে জয়ে ফিরল GT
Image Credit source: IPL
Follow Us:
| Updated on: Mar 31, 2024 | 7:28 PM

অবশেষে ফর্মে ফিরলেন ডেভিড মিলার। এটাই মিস করছিল গুজরাট টাইটান্স। ঘরের মাঠে জয় দিয়ে এ বারের আইপিএল অভিযান শুরু করেছিল শুভমন গিলের নেতৃত্বাধীন টাইটান্স। গত ম্যাচে চেন্নাইয়ের মাঠে হার। বোলাররা দুর্দান্ত পারফর্ম করলেও অস্বস্তি ছিল ব্যাটিং নিয়ে। ঘরের মাঠে বিধ্বংসী সানরাইজার্সের বিরুদ্ধে জয়ে অস্বস্তি অনেকটাই কাটল শুভমনদের। ঘরে ফিরে জয়ের হাসি শুভমনদের মুখে।

ম্যাচের আগের দিন গুজরাট টাইটান্স ব্যাটিং কোচ তথা মেন্টর গ্যারি কার্স্টেন। তরুণ অধিনায়ক শুভমন গিলকে নিয়ে তাঁর মূল্যায়ণ, ‘বুদ্ধিমান’। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। ক্ষণে ক্ষণে পরিকল্পনা বদলাতে হয়। সেটা ভালো ভাবেই করে দেখিয়েছেন শুভমন দিল। গত ম্যাচে বিশাল রান তাড়া করতে নামায় চাপে পড়েছিল গুজরাট টাইটান্স। ঘরের মাঠে বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সি শুভমনের। বোলারদের অনবদ্য পারফরম্যান্সের সৌজন্যে সানরাইজার্সের মতো বিধ্বংসী টিমকে ১৬২ রানেই আটকে রাখে টাইটান্স।

রান তাড়ায় বরাবরের মতোই দুর্দান্ত শুরু গুজরাটের। অধিনায়ক শুভমন গিল ২৮ বলে ৩৬ রান করেন। আর এক ওপেনার ঋদ্ধিমান সাহা মাত্র ১৩ বলে ২৫ রান করেন। তিনে নামা ইমপ্যাক্ট প্লেয়ার সাইয়ের সুদর্শন ইনিংস। তবে সবচেয়ে বেশি জরুরি ছিল ডেভিড মিলারের ভালো পারফরম্যান্স।

২৭ বলে অপরাজিত ৪৪ রানের ম্যাচ জেতানো ইনিংসে ভরসা দিলেন মিলার। ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন তিনি। ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটের বিশাল জয়। অনবদ্য বোলিংয়ের সৌজন্যে ম্যাচের সেরা মোহিত শর্মা।