IND vs AUS: বুমরা-পন্থ নন, অজি-ভূমে ভারতের এক্স ফ্যাক্টর বেছে দিলেন বিশ্বজয়ী তারকা
Border Gavaskar Trophy 2024-25: ডনের দেশে পৌঁছে ভারতীয় ক্রিকেটাররা বর্ডার-গাভাসকর ট্রফির জন্য জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন। এর মাঝে দেশের বিশ্বজয়ী এক ক্রিকেটার বেছে দিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এক্স ফ্যাক্টর কে হতে পারেন।
কলকাতা: বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) কাকে ছেড়ে কাকে দেখবেন, ঠিক করতে পারবেন না দুই দেশের ক্রিকেট প্রেমীরা। তারকার সমাহার। আর মাঝেই আপাতত খবর, পারথ টেস্টে খেলা হবে না ভারত অধিনায়ক রোহিত শর্মার। তাঁর অনুপস্থিতিতে জসপ্রীত বুমরাকে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে। অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে প্রেস কনফারেন্সে এ কথাই পরিষ্কার করেছিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। ডনের দেশে পৌঁছে ভারতীয় ক্রিকেটাররা বর্ডার-গাভাসকর ট্রফির জন্য জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছেন। এর মাঝে দেশের বিশ্বজয়ী এক ক্রিকেটার বেছে দিলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের (India vs Australia) এক্স ফ্যাক্টর কে হতে পারেন।
ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সুরেশ রায়না মনে করেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরারা নন, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের এক্স ফ্যাক্টর হতে পারেন তরুণ তুর্কি ধ্রুব জুরেল। টাইমস অব ইন্ডিয়াকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রায়নাকে প্রশ্ন করা হয় পারথ টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেনিংয়ে কাকে দেখা যেতে পারে? তিনি বলেন, ‘লোকেশ রাহুলের অনেক অভিজ্ঞতা রয়েছে। তবে ধ্রুব জুরেলকে ভুললে চলবে না। কে বলতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওকে (ধ্রুবকে) ওপেন করতে বলা হতে পারে। এমনটা হতেই পারে। অবশ্য সিদ্ধান্তটা কোচের। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত যে এক্স ফ্যাক্টর খুঁজছে, সেটা জুরেল হতে পারে। ওকে প্রথম টেস্টে খেলিয়ে দেখা যেতে পারে। আমি জানি যখন রোহিত শর্মা ফিরে আসবে, ওপেন করবে। তা হলে যখন ধ্রুব মেলবোর্নে অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে ভারত এ টিমের হয়ে ভালো পারফর্ম করেছে, তা হলে কেন তরুণ ক্রিকেটারকে একটা সুযোগ দেওয়া হবে না।’
রায়না সেখানেই থেমে থাকেননি। ধ্রুবর প্রশংসা করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ভারত এ প্রথণ ২-৩ ওভারে ৪ উইকেট হারায়। কোকাবুরা বল অনেকক্ষণ নতুন থাকে। জুরেল ধৈর্য দেখিয়েছে। ওর ডিফেন্স করার কৌশলও খুব শক্তিশালী। ও যখন আগ্রাসী মেজাজে খেলে, তখন বেশ কয়েকটা ভালো শট দেখা যায়। তাই আমার মনে হয়, রোহিত যদি পারথে না খেলে, তা হলে ধ্রুবকে ওপেনিং পজিশনে ভাবতে পারে টিম ইন্ডিয়া।’
এই খবরটিও পড়ুন
ভারতের তরুণ ক্রিকেটার ধ্রুব জুরেল সুযোগ পেলেই নিজেকে মেলে ধরছেন। মেলবোর্নে অজি এ টিমের হয়ে তিনি নজরও কেড়েছিলেন। এ বার দেখার সত্যিই পারথ টেস্টে একাদশে ধ্রুবর নামের দেখা মেলে কিনা।