IPL 2023 : ‘বিয়েতে ডান্সফ্লোর মাতাবেন’-রকস্টার রিঙ্কুকে কথা দিয়েছেন কিং খান!
Rinku Singh-Shah Rukh Khan : রিঙ্কু সিং জানিয়েছেন, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৫ বলে ৫ ছয়ের ওই অবিশ্বাস্য ইনিংসের পর তাঁকে নাইট মালিক শাহরুখ খান কথা দিয়েছেন তিনি তাঁর বিয়েতে নাচ করবেন। যা তিনি জীবনেও কল্পনা করেননি। এত বড় মনের মানুষ কিং খান যখন তাঁর পাশে রয়েছেন, তখন সব কিছুই সম্ভব।
কলকাতা : বলিউডের বাদশা এখন তাঁর ফ্যান। বছর খানেক আগেও ছবিটা ছিল অন্যরকম। সুযোগ পাওয়ার অপেক্ষায় তিনি নিভৃতে নাইট শিবিরে নিজেকে উজাড় করে দিতেন। চলতি আইপিএলে (IPL 2023) কেকেআর দেখেছে তাঁদের নয়া যোদ্ধার কীর্তি। শুধু নাইট মালিক শাহরুখ খানেরই (Shah Rukh Khan) নয়, কেকেআর ফ্যানেদেরও নয়ণের মণি হয়ে উঠেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। এ বারের আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের রিঙ্কু সিং শেষ ওভারে টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে রাতারাতি লাইমলাইটে এসেছিলেন। রিঙ্কু শুধু ওই একটি ম্যাচে অবিশ্বাস্য ইনিংস খেলে দমে যাননি। বরং প্রতিটি ম্যাচেই তিনি নিজের ছাপ রেখে যাচ্ছেন। রিঙ্কুর প্রশংসায় পঞ্চমুখ একাধিক ক্রিকেটার থেকে সমর্থকরা। সদ্য রিঙ্কু জানিয়েছেন, ওই অবিশ্বাস্য ইনিংসের পর তাঁকে নাইট মালিক শাহরুখ খান কথা দিয়েছেন তিনি তাঁর বিয়েতে নাচ করবেন। যা তিনি জীবনেও কল্পনা করেননি। এত বড় মনের মানুষ কিং খান যখন তাঁর পাশে রয়েছেন, তখন সব কিছুই সম্ভব। নাইট তারকা রিঙ্কুকে কী প্রতিশ্রুতি দিয়েছেন বাদশা, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ম্যাচের শেষে ক্রিকেট বিশেষজ্ঞরা রিঙ্কু সিংকে প্রশ্ন করেন, ৫ বলে ৫ ছয় মারার পর শাহরুখ খানের কাছ থেকে কী বার্তা এসেছিল। কারণ, রিঙ্কুকে নিয়ে ম্যাচের পর বিশেষ টুইট করেছিলেন শাহরুখ। তাই পাঠানের এক মিমও ভীষণ ভাইরাল হয়ে যায়। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআরে রুদ্ধশ্বাস জয়ের পর রিঙ্কুর প্রশংসা করেছিলেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় তিনি পাঠান সিনেমার এক পোস্টারে নিজের মুখের জায়গায় রিঙ্কুকে রেখে এক ছবির ক্যাপশনে লিখেছিলেন, “ঝুমে জো রিঙ্কু। মাই বেবি রিঙ্কু সিং ও নীতেশ, ভেঙ্কটেশ তোমরা দুর্দান্ত। আর অবশ্যই নিজেদের উপর বিশ্বাস রেখো, ওটাই সব। অভিনন্দন কলকাতা নাইট রাইডার্স আর ভেঙ্কি মাইসোর স্যার নিজের হার্টের খেয়াল রাখবেন।”
JHOOME JO RINKUUUUU !!! My baby @rinkusingh235 And @NitishRana_27 & @venkateshiyer you beauties!!! And remember Believe that’s all. Congratulations @KKRiders and @VenkyMysore take care of your heart sir! pic.twitter.com/XBVq85FD09
— Shah Rukh Khan (@iamsrk) April 9, 2023
২৬ এপ্রিল আরসিবির ঘরের মাঠে কেকেআরের ম্যাচ ছিল। তাতে ২১ রানে জেতে কেকেআর। ওই ম্যাচের পরই রিঙ্কু জানান, শাহরুখ খান তাঁকে জানিয়েছেন তাঁর বিয়েতে তিনি নাচ করবেন। আসলে রিঙ্কু বলেন, ‘ওই ম্যাচের পর আমাকে ফোন করেছিলেন শাহরুখ স্যার। আমার বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন। তারপর বলেন, অনেকেই আমাকে তাদের বিয়েতে ডাকে। আমি যাই না। তবে আমি তোমার বিয়েতে যাব। আর জমিয়ে নাচ করব।’
When SRK Called Rinku Singh!#ShahRukhKhan? #RinkuSingh pic.twitter.com/rC2Ki7eHwl
— Shah Rukh Khan Warriors FAN Club (@TeamSRKWarriors) April 27, 2023