AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Joe Root Stats: লর্ডসে জো রুটের জোড়া সেঞ্চুরি, কী কী রেকর্ড হল?

World Test Championship: লর্ডস টেস্টের দু-ইনিংসেই সেঞ্চুরি জো রুটের। সংখ্যায় ছাপিয়ে গিয়েছেন অ্যালেস্টার কুককে। ছুঁয়েছেন বেশ কয়েকজন কিংবদন্তিতেও। পাশাপাশি ক্যাচেরও রেকর্ড গড়েছেন। লর্ডসের জোড়া সেঞ্চুরিতে আর কী কী রেকর্ড হল?

Joe Root Stats: লর্ডসে জো রুটের জোড়া সেঞ্চুরি, কী কী রেকর্ড হল?
Image Credit: PTI
| Updated on: Sep 01, 2024 | 1:41 AM
Share

টেস্ট ক্রিকেটে যেন এখন একটাই নাম, জো রুট। একের পর এক রেকর্ড গড়েই চলেছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। লর্ডস টেস্টের দু-ইনিংসেই সেঞ্চুরি জো রুটের। সংখ্যায় ছাপিয়ে গিয়েছেন অ্যালেস্টার কুককে। ছুঁয়েছেন বেশ কয়েকজন কিংবদন্তিতেও। পাশাপাশি ক্যাচেরও রেকর্ড গড়েছেন। লর্ডসের জোড়া সেঞ্চুরিতে আর কী কী রেকর্ড হল?

এক নজরে দেখে নেওয়া যাক…

  1. ৩৪-জো রুটের টেস্ট সেঞ্চুরি সংখ্যা। ইংল্যান্ড ব্যাটারদের মধ্যে তিনিই শীর্ষে। অ্যালেস্টার কুককে (৩৩) ছাপিয়ে গিয়েছেন।
  2. ৫-জো রুটের সামনে আর পাঁচ ক্রিকেটার। যাঁরা রুটের চেয়ে টেস্ট সেঞ্চুরিতে এগিয়ে। সচিন তেন্ডুলকর (৫১), জ্যাক কালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকরা (৩৮), রাহুল দ্রাবিড় (৩৬)।
  3. ৪-লর্ডসে মাত্র ৪ জনেরই দু-ইনিংসে সেঞ্চুরির রেকর্ড। জর্জ হেডলি, গ্রাহাম গুচ, মাইকেল ভনের পর যোগ হল জো রুটের নাম।
  4. ১-এই প্রথম কোনও টেস্টের দু-ইনিংসেই সেঞ্চুরি করলেন জো রুট। টেস্টে তাঁর দ্রুততম সেঞ্চুরিও। এর আগে ২০২২ সালে ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৬ বলে সেঞ্চুরি করেছিলেন। লর্ডসে ১১১ বলে সেঞ্চুরি করেন।
  5. ২০২২-লর্ডসে রুটের মোট টেস্ট রান। এর আগে এই রেকর্ড ছিল গ্রাহাম গুচের দখলে। তিনি ২০১৫ রান করেছিলেন।
  6. ৭-লর্ডসে রুটের মোট সেঞ্চুরি। এক ভেনুতে তাঁর সবচেয়ে বেশি সেঞ্চুরি।
  7. ৬৭৩৩-ঘরের মাঠে টেস্টের মোট রান। ইংল্যান্ডের মাটিতে এটিই সর্বাধিক। ছাপিয়ে গেলেন কিংবদন্তি অ্যালেস্টার কুককে। হোম টেস্টে কুক করেছেন ৬৫৬৮ রান।
  8. ৫০-আন্তর্জাতিক সেঞ্চুরি রুটের। ৩৪টি টেস্ট এবং ১৬টি ওডিআই সেঞ্চুরি। ইংল্যান্ডের প্রথম এবং বিশ্বের নবম ব্যাটার হিসেবে এই কীর্তি রুটের।
  9. ২০০-টেস্ট ক্রিকেটে জো রুটের ক্যাচের সংখ্যা। লর্ডসের তৃতীয় দিন এই নম্বরে পৌঁছন। যুগ্ম ভাবে তৃতীয় স্থানে রয়েছেন রুট। টেস্টে সর্বাধিক ক্যাচ (২১০) ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের।