IPL 2024: ঠিক যেন মহারাজের মতো… লর্ডসের ব্যালকনি নয়, আমেদাবাদের গ্যালারিতে জার্সি ওড়াল GT ফ্যান
Watch Video: মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া বাকি ৯ ফ্র্যাঞ্চাইজি এ বারের আইপিএলে জয়ের মুখ দেখেছে। প্রতি টিমের আলাদা আলাদা অনুরাগী রয়েছে। মাত্র ২ বছরে গুজরাট টাইটান্সও (Gujarat Titans) একটা দারুণ ফ্যান বেস তৈরি করে নিয়েছে। এ বার তারই প্রমাণ পাওয়া গেল।
কলকাতা: আইপিএলের (IPL) মরসুমে বন্ধুরাও অনেক সময় প্রতিপক্ষ হয়ে ওঠেন। কারণ একটাই, বন্ধুদের প্রিয় তারকা, প্রিয় টিম আলাদা। আর স্বাভাবিকভাবেই প্রিয় টিম জিতলে সকলে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আইপিএলের পয়েন্ট টেবলে চলছে এখন রাজস্থান রয়্যালসের দাপট। জয়ের হ্যাটট্রিক করেছে পিঙ্ক আর্মি। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া বাকি ৯ ফ্র্যাঞ্চাইজি এ বারের আইপিএলে জয়ের মুখ দেখেছে। প্রতি টিমের আলাদা আলাদা অনুরাগী রয়েছে। মাত্র ২ বছরে গুজরাট টাইটান্সও (Gujarat Titans) একটা দারুণ ফ্যান বেস তৈরি করে নিয়েছে। এ বার তারই প্রমাণ পাওয়া গেল।
শুভমন গিলের গুজরাট টাইটান্স চলতি আইপিএলে তিনটি ম্যাচ খেলে ২টিতে জিতেছে। ১৭তম আইপিএলের পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে ২০২২ সালের চ্যাম্পিয়ন। সোশ্যাল মিডিয়ায় গুজরাটের এক ফ্যানের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে এক খুদে গুজরাট টাইটান্স ভক্ত দলের ভালো পারফরম্যান্সের খুশিতে আত্মহারা হয়ে গিয়েছে।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের ম্যাচ চলাকালীন এক খুদে ভক্ত চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে। পরনে ওই খুদের ছিল গুজরাট টাইটান্সের জার্সি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে গুজরাটের ওই খুদে ভক্ত চেয়ারের উপর দাঁড়িয়ে নাচ করতে করতে হঠাৎই জার্সি খুলে ওড়াতে থাকে।
An excited Gujarat Titans fan. 😂 pic.twitter.com/LQvwtZJmsN
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 3, 2024
পরে ওই খুদে জিটি ভক্ত বুঝতে পারে জার্সি পড়ে গিয়েছে। নীচে নেমে জার্সি খুঁজতে যায় সে। সামনের সারিতে থাকা এক ব্যক্তি তার হাতে জার্সি তুলে দেয়। এক X ব্যবহারকারী ওই ভিডিয়োর কমেন্টে লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে এ যেন লর্ডসে ভবিষ্যতের সৌরভ গঙ্গোপাধ্যায়।’ অনেকেই ওই ভিডিয়োতে মজার মজার কমেন্টও করেছেন।
Looks like future saurav ganguly at lords
— Dhruv Sharma (@advdhruvsharma) April 3, 2024