শ্যুটিং চলাকালীন দুর্ঘটানার কবলে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু ফ্লিনটফ। বিবিসি সিরিজের জন্য শ্যুটিং করছিলেন তিনি। তখনই ঘটে দুর্ঘটনা। ছবি: টুইটার
মঙ্গলবার লন্ডনের দক্ষিণ প্রান্তে ডানসফোর্ড পার্ক এয়ারোড্রোমে টেস্ট ট্র্যাকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক চিকিৎসার পর, এয়ারলিফ্টে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবি: টুইটার
২০১৯ সালে মোটোর সাইড ট্র্যাকে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ছবি: টুইটার
২০১০ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টপ গিয়ারের হোস্ট হিসেবে যোগদান করেন অ্যান্ড্রু ফ্লিনটপ। তারপর থেকেই একাধিক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। ছবি: টুইটার
সূত্র মারফত খবর, শ্যুটিংয়ের সময় স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত সব ব্যাবস্থা নেওয়া হয়েছিল। তবে কেন এই ধরণের ঘটনা ঘটল প্রশ্ন উঠছে। ছবি: টুইটার