Gautam Gambhir: প্রথম বল থেকেই আগুন জ্বালাতে তৈরি… কামিন্সদের বিরুদ্ধে ‘আসল চ্যালেঞ্জ’ নিয়ে কী বলছেন গম্ভীর?
India Tour of Australia: অজি-ভূমে আগের ২টো টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এ বার প্যাট কামিন্সের টিম চায় রোহিত ব্রিগেডকে এই সিরিজে হারাতে। সদ্য দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। অনেকেই বলছেন, এই পরিস্থিতিতে ভারতীয় টিম পিছিয়ে রয়েছে।
কলকাতা: অস্ট্রেলিয়ার মাটিতে কি বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) জয়ের হ্যাটট্রিক করবে টিম ইন্ডিয়া? ভারতীয় টিমের ক্রিকেটাররা এবং টিম ইন্ডিয়ার সমর্থকরা তেমনটাই মনে প্রাণে চাইছেন। এ বার অজি সফরে গিয়ে ৫টা টেস্ট ম্যাচ খেলবেন বিরাট-বুমরারা। অজি-ভূমে আগের ২টো টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া (Team India)। এ বার প্যাট কামিন্সের টিম চায় রোহিত ব্রিগেডকে এই সিরিজে হারাতে। সদ্য দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। অনেকেই বলছেন, এই পরিস্থিতিতে ভারতীয় টিম পিছিয়ে রয়েছে। কিন্তু হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) আশাবাদী সেখান থেকে ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া। কামিন্সদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার আসল চ্যালেঞ্জ কী হতে পারে, জানালেন গুরু গম্ভীর।
অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সহজ নয়। এ কথা একাধিক দেশের ক্রিকেটাররা বলেন। এ বারের বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে হেড কোচ গম্ভীরও জানালেন অজি-ভূমে আসল চ্যালেঞ্জ কী হতে চলেছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ অবশ্যই পরিবেশ। কারণ ভারতের মাটিতে খেলা এবং অস্ট্রেলিয়া সফরে গিয়ে খেলা, দুটোই এক্কেবারে আলাদা। পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়। তাই এটাই চ্যালেঞ্জ। প্লেয়ার এবং সাপোর্ট স্টাফদের সকলেই এই চাপটা অনুভব করে।’
২২ নভেম্বর পারথ টেস্টের প্রথম দিন। সেই দিন থেকে দেখতে হলে, অস্ট্রেলিয়ায় পৌঁছে ৫ টেস্টের সিরিজের জন্য প্রস্তুত হতে ১০ দিন সময় পাবেন ভারতীয় ক্রিকেটাররা। এই প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘আমি মনে করি ১০দিন যদি আমরা সিরিজ শুরুর আগে ভালো প্রস্তুতি নিতে পারি, তা কাজে লাগবে। আমি মনে করি আমাদের কাছে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে যারা অস্ট্রেলিয়ায় আগে এসেছে। ফলে তাদের অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের জন্যও কাজে আসবে। তাই আমি নিশ্চিত যে এই ১০ দিন খুব গুরুত্বপূর্ণ হবে। কিন্তু আমি একইসঙ্গে এটাও মনে করি, আমাদের প্রথম বল থেকে আগুন জ্বালানোর জন্য প্রস্তুত থাকা দরকার।’
গৌতম গম্ভীরের কোচিংয়ে এই নিয়ে তৃতীয় টেস্ট সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। এর আগে দেশের মাটিতে তাঁর কোচিংয়ে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছিলেন রোহিতরা। আর শেষ কিউয়ি টেস্ট সিরিজ ভারতীয় টিম হেরেছে।