T20 World Cup 2021: বোলিং করতে পারলেই খেলুক হার্দিক: গৌতম গম্ভীর

গৌতমের মতে, ক্রিকেট টিম স্পোর্টস। কিন্তু এক-এক দিন ব্যক্তিগত নৈপুণ্যেরও প্রয়োজন হয়। দলের খারাপ সময়ে যে পারফরম্যান্স ম্যাচের রং বদলে দিতে পারে। গম্ভীরের মতে এ বারের দলেও এমন অনেক ক্রিকেটার আছেন, যাঁরা একার হাতেই ম্যাচের রং বদলে দিতে পারেন।

T20 World Cup 2021: বোলিং করতে পারলেই খেলুক হার্দিক: গৌতম গম্ভীর
T20 World Cup 2021: বোলিং করতে পারলেই খেলুক হার্দিক: গৌতম গম্ভীর
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 9:28 AM

দুবাই: রবিবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে নামছে ভারত (India)। তার আগে জোড়া প্রস্তুতি ম্যাচে জিতেছে দল। কিন্তু একটা বিষয় নিয়ে এখনও প্রশ্ন কাটছে না। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) কি বোলিং করবেন? রোহিত শর্মা (Rohit Sharma) বলেছেন, বিশ্বকাপে বোলিং করবেন হার্দিক। ষষ্ঠ বোলারের কাজটা সামলে দিতে পারবেন তিনি। অনেক প্রাক্তন ক্রিকেটার কিন্তু বলছেন, বোলিং করতে না পারলেও শুধু মাত্র ব্যাটসম্যান হিসেবে খেলানো হোক হার্দিক পাণ্ডিয়াকে। কিন্তু এই পরিকল্পনায় সায় নেই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীরের (Gautam Gambhir)। তাঁর মতে, হর্দিক বোলিং করতে না পারলে তাঁকে প্রথম ১১তে রাখার প্রয়োজন নেই।

গৌতম বলেছেন, ”হার্দিক একজন অলরাউন্ডার। ওকে আমার সবাই ওই ভূমিকাতেই দেখতে চাই। কিন্তু বোলার হার্দিক ওর কোটা সম্পূর্ণ করতে না পারলে দলের ব্যালান্স নষ্ট হবে। সেটা মাথায় রেখেই বিশ্বকাপের মূল দল থেকে অক্ষর প্যাটেলকে সরিয়ে পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুরকে স্কোয়াডে আনা হয়েছে। তাই হার্দিক যদিও বোলিং করার মতো জায়গায় না থাকে, তা হলে ওকে প্রথম দলে রাখার কোনও মানে হয় না।”

২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গে কোথাও যেন এ বারের দলের মিল খুঁজে পাচ্ছেন গৌতম। সে বার প্রথম টি-২০ বিশ্বকাপে একাধিক ভারতীয় ক্রিকেটার নিজেদের স্থান পাকা করার লড়াই করছিলেন, সেই তালিকায় যেমন গৌতম নিজেও ছিলেন তেমনই ছিলেন, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পা, আরপি সিং, শ্রীসন্থরা। এ বার একই ভাবে জাতীয় দলে জায়গা পাকা করার লড়াই বরুণ চক্রবর্তী, সূর্যকুমার যাদব, ঈষাণ কিষাণদের। সে বার অধিনায়ক হিসেবে ক্রিকেট মঞ্চে পা দিয়েছিলেন এমএস ধোনি। এ বার মেন্টর হিসেবে ধোনির প্রথম পরীক্ষা।

গৌতমের মতে, ক্রিকেট টিম স্পোর্টস। কিন্তু এক-এক দিন ব্যক্তিগত নৈপুণ্যেরও প্রয়োজন হয়। দলের খারাপ সময়ে যে পারফরম্যান্স ম্যাচের রং বদলে দিতে পারে। গম্ভীরের মতে এ বারের দলেও এমন অনেক ক্রিকেটার আছেন, যাঁরা একার হাতেই ম্যাচের রং বদলে দিতে পারেন।