Gautam Gambhir-Virat Kohli: বিরাট যা পারে তা… কোহলির স্ট্রাইকরেট বিতর্কে মুখ খুললেন গৌতম গম্ভীর

১৭তম আইপিএলে অরেঞ্জ ক্যাপের মালিক এখন বিরাট কোহলি। ইতিমধ্যে আরসিবির হয়ে চলতি মরসুমে ৫০০ রান করেছেন তিনি। এ বারের আইপিএলে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কোহলির স্ট্রাইকরেট নিয়ে সমালোচনায় অবশ্য আমল দিচ্ছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বরং এই স্ট্রাইকরেট বিতর্কে বিরাট পাশে পাচ্ছেন গম্ভীরকে।

Gautam Gambhir-Virat Kohli: বিরাট যা পারে তা... কোহলির স্ট্রাইকরেট বিতর্কে মুখ খুললেন গৌতম গম্ভীর
বিরাট যা পারে তা... কোহলির স্ট্রাইকরেট বিতর্কে মুখ খুললেন গৌতম গম্ভীরImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 29, 2024 | 12:05 AM

কলকাতা: বিরাট কোহলি এ বারের আইপিএলে অনবদ্য ছন্দে রয়েছেন। ইতিমধ্যে আরসিবির হয়ে চলতি মরসুমে ৫০০ রান করেছেন। এই নিয়ে সপ্তম বার আইপিএলের ইতিহাসে ৫০০ রানের রেকর্ড গড়লেন কিং কোহলি। রবি-সন্ধেয় আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অপরাজিত ৭০ রান করেছেন বিরাট। কোহলির অনুরাগীরা আশা করেছিলেন তাঁর ব্যাটে সেঞ্চুরি দেখার। সেই আশায় অবশ্য জল ঢালেন বিরাট কোহলির (Virat Kohli) আরসিবির সতীর্থ উইল জ্যাকস। তিনি ১০০ রানে অপরাজিত থেকে বিরাটের সঙ্গে মাঠ ছাড়েন। কিং কোহলি মুগ্ধ হয়ে একপ্রান্ত থেকে জ্যাকসের ব্যাটিং ধামাকা উপভোগ করেন। এ বারের আইপিএলে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কোহলির স্ট্রাইকরেট নিয়ে সমালোচনায় অবশ্য আমল দিচ্ছেন না গৌতম গম্ভীর (Gautam Gambhir)। বরং এই স্ট্রাইকরেট বিতর্কে বিরাট পাশে পাচ্ছেন গম্ভীরকে।

গত বারের আইপিএলে বিরাট ও লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীরের ঝামেলা হয়েছিল। এ বারের আইপিএলে বিরাট ও নাইট মেন্টর গৌতম গম্ভীরের মধ্যে বিন্দুমাত্র ঝামেলা দেখা যায়নি। বরং এই মরসুমে আরসিবি ও কেকেআরের দুটি ম্যাচে বিরাট ও গৌতমকে হাসিমুখে দেখা গিয়েছিল। এর আগে কোহলি তাঁদের আগের ঝামেলা এবং এখন সব ঠিক ঠাক পরিস্থতি নিয়ে জানিয়েছিলেন, তাঁরা একে অপরকে আলিঙ্গন করেছেন, হাসি মুখে কথা বলেছেন তাই হয়তো অনেকের সেটা পছন্দ হচ্ছে না। অনেকে মশলা পাচ্ছে না। এ বার গৌতমও সেই একই কথা বলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌতম বলেন, ‘বিরাট কিন্তু এই বিষয়টা নিয়ে একেবারে ঠিক বলেছে। দু’জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কী ঘটছে, সেটা তাদের মধ্যেই থাকতে দেওয়া উচিত। এতে বাইরের কোনও মানুষের নাক গলানো উচিত নয়। যেটা হয়েছে, তা তো দু’জনের মধ্যে ঘটেছে। ফলে তারা নিজেরাই সেটা মেটাতে পারবে। বাকিদের এই নিয়ে কথা বলা উচিত নয়।’

গৌতমের মতে মিডিয়া এই সব কর টিআরপির জন্য। তিনি বলেন, ‘সব কিছুই টিআরপির জন্য। আমি কী ধরনের মানুষ তা মিডিয়া জানে না। বিরাটকে নিয়েও ওদের কোনও রকম ধারণা নেই। কিন্তু ওরা বিতর্ক তৈরি করতে চায়। সব কিছু তাই বাড়িয়ে বলে। চর্চা তো ভালো দিক থেকেও করা যায়।’

বিরাটের স্ট্রাইকরেট নিয়ে গৌতম বলেন, ‘সকলের খেলার ধরন আলাদা। যেটা ম্যাক্সওয়েল করতে পারে, তা বিরাট পারে না। আবার বিরাট যেটা করতে পারে, তা ম্যাক্সওয়েল পারে না। একাদশে ভিন্ন ধরনের ব্যাটার চাই। টিমের সকলে যদি একই রকম ভাবে খেলে, তা হলে একটা দল যেমন ৩০০ রান করতে পারে, তেমন ৩০ রানেও অল আউট হয়ে যেতেই পারে। যদি তুমি ম্যাচ জেতো আর স্ট্রাইকরেট ১০০ থাকে, সেটা ঠিক আছে। কিন্তু যদি তুমি হেরে যাও আর স্ট্রাইকরেট ১৮০ থাকে, তা হলে কেউ এই নিয়ে বলবে না। এটাই সত্যি।’