Loksabha Election 2024: বঙ্গে ভোট প্রচারে ঝড় তুলতে চায় বিজেপি, তিন মুখ্যমন্ত্রী আসছেন এবার…
Loksabha Election 2024: সোমবার ২৯ এপ্রিল হুগলিতে প্রচার কর্মসূচি রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার। সোমবার দুপুরে হুগলিতে দলীয় প্রার্থীর মনোনয়ন জমাপর্বের সঙ্গে রোড শোতে অংশ নেওয়ার কথা ভজনলাল শর্মার। বিকালে জনসংযোগের কর্মসূচিও রয়েছে তাঁর। এই প্রথমবার লোকসভা ভোটের প্রচারে রাজস্থানের মুখ্যমন্ত্রী আসছেন বাংলায়।
কলকাতা: হাইভোল্টেজ লোকসভা ভোট। দিল্লি বিজেপি যে বাংলাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন, তাও বোঝা যাচ্ছে স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো প্রচারে আসছেনই। এবার ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও পর পর সভা করবেন বাংলায়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম আগেই শোনা গিয়েছিল। এবার আরও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম উঠে এল বিজেপির লোকসভা ভোট প্রচারে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বঙ্গে লোকসভার ভোট প্রচারে আসছেন। আসছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও। পরপর দু’দিন হুগলিতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী।
সোমবার ২৯ এপ্রিল হুগলিতে প্রচার কর্মসূচি রয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার। সোমবার দুপুরে হুগলিতে দলীয় প্রার্থীর মনোনয়ন জমাপর্বের সঙ্গে রোড শোতে অংশ নেওয়ার কথা ভজনলাল শর্মার। বিকালে জনসংযোগের কর্মসূচিও রয়েছে তাঁর। এই প্রথমবার লোকসভা ভোটের প্রচারে রাজস্থানের মুখ্যমন্ত্রী আসছেন বাংলায়।
অন্যদিকে মঙ্গলবার ৩০ এপ্রিল রাজ্যে প্রচারে আসছেন বিজেপি পরিচালিত উত্তরাখণ্ড সরকারে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হুগলিতে তাঁর কর্মসূচি করার কথা রয়েছে। সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও বঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন এই পুষ্কর সিং ধামিই। সেই ধামি এবার প্রচারে।
৩০ এপ্রিল যোগী আদিত্যনাথেরও বাংলায় আসার কথা। পরপর তিনটি সভা করার কথা রয়েছে তিন জেলায়। শুরু করবেন মুর্শিদাবাদ জেলা থেকে। বহরমপুর লোকসভার শক্তিপুরে সভা করবেন যোগী। সভা রয়েছে বীরভূমের বেণীমাধব স্কুল মাঠে। আসানসোলের নিনঘহ মাঠেও সভা করার কথা রয়েছে যোগী আদিত্যনাথের।