Hardik Pandya: আমি কেন যে মুম্বই ইন্ডিয়ান্সে এলাম? হার্দিক পান্ডিয়ার মনে ঘুরছে এটাই…
পুরনো টিমের প্রতি টানের ফলে সেই গুজরাট থেকে হার্দিক মুম্বইয়ে (Mumbai Indians) ফিরেছেন। কিন্তু তিনি ছন্দে নেই। এ বারের আইপিএলে (IPL) তাঁকে প্রতি ম্যাচেই সমালোচনার শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন এক পেসার বলেছেন, 'হার্দিক পান্ডিয়া হয়তো ভাবে, কেন যে আমি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলাম।'
কলকাতা: একেই যেন বলে হিতে বিপরীত হওয়া। যে ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে খেলে লাইমলাইটে এসেছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সেখানে আবার ফেরার সুযোগ তিনি হাতছাড়া করেননি। তখনও তো তিনি জানতেন না যে, মুম্বই আগের মতো ভালোবাসায় নয় ভরিয়ে দেবে বিতর্ক, বিদ্রুপ ও কটাক্ষে। গুজরাট টাইটান্স বছর দু’য়েক আগে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানিয়ে স্বাগত জানিয়েছিল। তিনি প্রথমবার অধিনায়ক হয়েই গুজরাট দলকে আইপিএল জিতিয়েছিলেন। পুরনো টিমের প্রতি টানের ফলে সেই গুজরাট থেকে হার্দিক মুম্বইয়ে (Mumbai Indians) ফিরেছেন। কিন্তু তিনি ছন্দে নেই। এ বারের আইপিএলে (IPL) তাঁকে প্রতি ম্যাচেই সমালোচনার শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের প্রাক্তন এক পেসার বলেছেন, ‘হার্দিক পান্ডিয়া হয়তো ভাবে, কেন যে আমি মুম্বই ইন্ডিয়ান্সে ফিরলাম।’
দেশের প্রাক্তন পেসার বরুণ অ্যারন মনে করেন, মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিকের ফেরাটা বুমেরাং হয়েছে। অতিরিক্ত চাপ নিয়ে ফেলছেন হার্দিক। তাই তাঁর আইপিএল পারফরম্যান্সেও ছাপ পড়ছে। বরুণ বলেন, ‘হার্দিক নিজেকে ম্যাচ উইনার বলে প্রমাণ করেছে। আমি জানি ও এখন নিজের সেরা ছন্দে নেই। মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে শোরগোল চলছে। ও অনেক চাপ নিচ্ছে। যাই ঘটুক না কেন, ও নিশ্চয়ই ভাবছে আমি গুজরাট টাইটান্সে ট্রফি জিতেছি। আমি ক্যাপ্টেন ছিলাম। আমরা রানার্সও হয়েছি। আমি কেন যে এখানে এলাম। আমি বলব এত চাপ নেওয়ার কিছু নেই।’
বরুণের মতে, ‘গুজরাট টাইটান্সে ও নিজের একটা রাজত্ব তৈরি করেছিল। তারপর মুম্বইতে চলে এল। ও আসলে মুম্বইকে ভালোবাসে। তার জন্যই মুম্বই ইন্ডিয়ান্সে ফিরেছে। গুজরাট ওকে সেই মঞ্চটা দিয়েছিল। যার ফলে ও বিশ্ব ক্রিকেটেও অনেক কিছু জিতেছে। টাইটান্সে ও ভালো রানও করেছিল। আমি মনে করি ও এক বার চাপের জায়গা থেকে বেরিয়ে এলে আগের মতো উজ্জ্বল হয়ে উঠবে।’