Suryakumar Yada Hearing: সূর্যকুমার যাদবকে বোঝাল আইসিসি, পাক প্লেয়ারদের শুনানি শুক্রবার
India vs Pakistan, Asia Cup 2025: এই দু-জনের পাশাপাশি ভারতের বাকি প্লেয়াররাও ড্রেসিংরুমে ঢুকে যান হাত না মিলিয়েই। পুরস্কার বিতরণ এবং সাংবাদিক সম্মেলনে এর কারণ ব্যাখ্যা করেছিলেন। সূর্যকে নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারই শুনানি হয়ে গেল। পাকিস্তানের দুই প্লেয়ারকে নিয়ে শুনানি কাল, শুক্রবার।

এশিয়া কাপের গ্রুপ পর্বে প্রথম সাক্ষাৎ হয়েছিল ভারত ও পাকিস্তানের। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছিল নিরীহ পর্যটকরা। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন এর দায় স্বীকার করেছিল। এরপরই অপারেশন সিঁদুরের মাধ্যমে এর যোগ্য় জবাব দেয় ভারত। অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপের গ্রুপ পর্বেই প্রথম বার ক্রিকেট মাঠে সাক্ষাৎ। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় প্রতিপক্ষ ক্যাপ্টেনের সঙ্গে হাত মেলাননি। তেমনই পাকিস্তানকে দুরমুশ করে মাঠ ছাড়েন সূর্য ও শিবম দুবে। এই দু-জনের পাশাপাশি ভারতের বাকি প্লেয়াররাও ড্রেসিংরুমে ঢুকে যান হাত না মিলিয়েই। পুরস্কার বিতরণ এবং সাংবাদিক সম্মেলনে এর কারণ ব্যাখ্যা করেছিলেন। সূর্যকে নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারই শুনানি হয়ে গেল। পাকিস্তানের দুই প্লেয়ারকে নিয়ে শুনানি কাল, শুক্রবার।
গ্রুপের ম্যাচে পাকিস্তানকে হারানোর পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব পরিষ্কার করে দেন, পহেলগাঁও হামলার প্রতিবাদেই হাত মেলাননি। ভারতীয় সেনাকে জয় উৎসর্গ করেন। আগামীতেও ভারতীয় সেনার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন, মন্তব্য করেন সূর্য। হাত না মেলানো নিয়ে আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে দায়ি করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি তুলেছিল পিসিবি। দু-বার সেই দাবি জানালেও আইসিসি মেনে নেয়নি। পাক হুঁশিয়ারি দিয়েছিল পাইক্রফ্ট থাকলে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেবে পাকিস্তান। শেষ অবধি যদিও খেলা চালিয়ে যায়। তবে গ্রুপের শেষ ম্যাচে চূড়ান্ত নাটক করে।
পাকিস্তানকে সুপার ফোরের ম্যাচেও দুরমুশ করে ভারত। ম্যাচ শেষে সূর্যকুমার যাদবকে ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করেন পাকিস্তানের এক সাংবাদিক। সূর্য পরিষ্কার মন্তব্য করেন, এই ম্যাচকে আর চিরপ্রতিদ্বন্দ্বিতা বলা যায় না। ভারত একতরফা ভাবে জিতে আসছে। ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান হাফসেঞ্চুরি করে একে ৪৭ ধরার ভঙ্গিতে সেলিব্রেশন করেন। পাশাপাশি পাক পেসার হ্যারিস রউফ ফাইটার জেটের ইঙ্গিত করেন। উস্কানিমূলক এমন আচরণের জন্য় দুই ক্রিকেটারের নামে আইসিসিকে লিখিত অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের করা সূর্যকে নিয়ে অভিযোগের শুনানি হল। পাক বোর্ড অভিযোগ জানিয়েছিল, সূর্য রাজনৈতিক মন্তব্য় করেছেন। এর শুনানিতে ম্যাচ রেফারি সূর্যকে শুধুমাত্র বোঝান, ভবিষ্যতে এই ধরনের মন্তব্য না করতে। পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে উস্কানিমূলক অঙ্গভঙ্গির অভিযোগের শুনানিতে গুরুতর শাস্তি হতে পারে। কাল অর্থাৎ শুক্রবারই সেটা প্রকাশ্যে আসবে।
