ICC World Cup: ম্যাথিউসের আউটের ব্যাখ্যায় ‘সৌরভের ঘটনার’ উদাহরণ আইসিসির

ICC world cup 2023, Angelo Mathews out Controversy: আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এটিই 'টাইমড আউট'-এর প্রথম ঘটনা। এর আগে প্রায় এমন পরিস্থিতিতে পড়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৭ সালে একটি টেস্টে ৬ মিনিটের বেশি সময় নিয়েছিলেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক গ্রেম স্মিথ আউটের আবেদন না করার সিদ্ধান্ত নেন। ফলে সৌরভের খেলা নিয়ে কোনও সমস্যা হয়নি।

ICC World Cup: ম্যাথিউসের আউটের ব্যাখ্যায় 'সৌরভের ঘটনার' উদাহরণ আইসিসির
Image Credit source: ICC
Follow Us:
| Updated on: Nov 07, 2023 | 1:58 AM

রাজধানীতে বিতর্ক। স্পোর্টসম্যান স্পিরিট বনাম নিয়ম। কোনটা বেশি জরুরি, এই নিয়েও নানা মত। ক্রিকেট ইতিহাসে এক বিরল ঘটনার সাক্ষী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। ২৫তম ওভারে ক্রিজে আসেন শ্রীলঙ্কা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। কিন্তু কোনও বল না খেলেই মাঠ ছাড়তে হয়। ক্রিকেটের নিয়মে এই আউট নিয়ে কোনও বিতর্ক নেই। যদিও প্রশ্ন উঠছে, স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বলছেন, সাকিব চাইলে ম্যাথিউসকে ফেরাতেই পারতেন। তিনি যদি আবেদন না করতেন বা পরবর্তী আবেদন তুলে নিতেন, তা হলে আম্পায়ার আউট দিতেন না। সাকিব পরিষ্কার করে দিয়েছেন, দলের স্বার্থেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক-ভুল নিয়ে ভাবতে নারাজ। আইসিসিও এই আউটের ব্যাখ্যা দিল। উদাহরণ হিসেবে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো দুই কিংবদন্তির ঘটনাও। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারে সাদিরা সমরবিক্রমাকে আউট করেন সাকিব। এরপরই ক্রিজে প্রবেশ অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাদিরার আউট এবং ম্যাথিউসের গার্ড নেওয়া অবধি ১.৫৫ মিনিট হয়েছে। বিশ্বকাপে আইসিসির নিয়ম অনুযায়ী নতুন ব্যাটারকে ২ মিনিটের মধ্যে প্রথম ডেলিভারি খেলার জন্য প্রস্তুত হতে হবে। যদিও ম্যাথিউস গার্ড নেওয়ার পর দেখেন হেলমেটের ফিতে নষ্ট। অন্য হেলমেটের জন্য ডাগআউটে ইশারা করেন। ততক্ষণে ২ মিনিট পেরিয়ে যাওয়ায় টাইমড আউটের আবেদন করেন সাকিব। ম্যাথিউস আম্পায়ার এবং সাকিবের সঙ্গে কথা বলেন। তাতে কোনও লাভ হয়নি। সাকিব আবেদন ফিরিয়ে নেননি। নিয়মের মধ্য়ে থেকেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট দেন আম্পায়ার।

ICC Explained, Why Angelo Mathews was dismissed before facing a ball

ম্যাচে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকা আদ্রিয়ান হোল্ডস্টক বিষয়টি ব্যাখ্যা করেন। এমসিসির নিয়মে, কোনও ব্যাটার আউট কিংবা অবসৃত ব্যাটারকে তিন মিনিটের সময় দেওয়া রয়েছে। তবে বিশ্বকাপে আইসিসির নিয়ম ২ মিনিট। হোল্ডস্টকের কথায়, ‘আমাদেরও কিছু নিয়ম মেনে চলতে হয়। টিভি আম্পায়ার সময় হিসেব রাখছিলেন। হেলমেট সমস্যা হওয়ার আগেও প্রথম বলের মুখোমুখি হওয়ার জন্য ২ মিনিটের বেশি সময় নিয়েছিলেন ম্যাথিউস।’ ক্রিকেট সরঞ্জাম সমস্যা হলে সেক্ষেত্রে নিয়ম কী বলছে? হোল্ডস্টকের কথায়, ‘এটা সংশ্লিষ্ট প্লেয়ারের দায়িত্ব আগে থেকে সমস্ত কিছু ঠিক আছে কিনা দেখে রাখা। যাতে সময়ের মধ্যে প্রথম বল ফেস করার জন্য প্রস্তুত হতে পারে।’

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে এটিই ‘টাইমড আউট’-এর প্রথম ঘটনা। এর আগে প্রায় এমন পরিস্থিতিতে পড়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০০৭ সালে একটি টেস্টে ৬ মিনিটের বেশি সময় নিয়েছিলেন সৌরভ। দক্ষিণ আফ্রিকার তৎকালীন অধিনায়ক গ্রেম স্মিথ আউটের আবেদন না করার সিদ্ধান্ত নেন। ফলে সৌরভের খেলা নিয়ে কোনও সমস্যা হয়নি।

সচিন তেন্ডুলকর চারে ব্যাট করতে পারেননি। কারণ, দক্ষিণ আফ্রিকা ইনিংসে অনেকটা সময় মাঠের বাইরে ছিলেন সচিন। সে কারণেই সচিন নামতে পারেননি। পরবর্তী ব্যাটার হিসেবে সচিনের জায়গায় নামতে পারতেন ভিভিএস লক্ষ্মণ। তিনি সে সময় স্নান করছিলেন। সে কারণেই সৌরভকে বাধ্য হয়েই তাড়াহুড়ো করে নামতে হয় এবং অনেকটা সময় বেশি লাগে তাঁর। তৎকালীন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ আউটের আবেদন করলে সৌরভ সেই ম্যাচে টাইমড আউট হতে পারতেন। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাথিউসের ঘটনা প্রথম। তবে ‘টাইমড আউটের’ এমন ঘটনা প্রথম শ্রেনির ক্রিকেটে ছয় বার হয়েছে।