IND vs AUS, Mohammed Shami: পার্টনারকে মিস করছেন? মহম্মদ সামির অপেক্ষায় ক্যাপ্টেন জসপ্রীত বুমরা বলছেন…
Border-Gavaskar Trophy, Jasprit Bumrah: বাংলা ক্রিকেট সংস্থা সামিকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে। আর কয়েকটা ম্যাচ খেললেই হয়তো অস্ট্রেলিয়ার বিমান ধরবেন সামি। পারথ টেস্টে ভারতের ক্যাপ্টেন তথা দলের সেরা পেসার জসপ্রীত বুমরাও দ্রুতই নিজের বোলিং পার্টনারকে চাইছেন। কী বলছেন বুমরা?
দীর্ঘ প্রায় এক বছর পর ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন হয়েছে মহম্মদ সামির। কতটা ফিট? রঞ্জি ট্রফির ম্যাচে তার ঝলক পাওয়া গিয়েছে। মহম্মদ সামিকে এখনও বর্ডার-গাভাসকর ট্রফির স্কোয়াডে যোগ করা হয়নি। ২৩ নভেম্বর শুরু সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বাংলা ক্রিকেট সংস্থা সামিকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে। আর কয়েকটা ম্যাচ খেললেই হয়তো অস্ট্রেলিয়ার বিমান ধরবেন সামি। পারথ টেস্টে ভারতের ক্যাপ্টেন তথা দলের সেরা পেসার জসপ্রীত বুমরাও দ্রুতই নিজের বোলিং পার্টনারকে চাইছেন। কী বলছেন বুমরা?
ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সামি না থাকায় জসপ্রীত বুমরার উপর বাড়তি চাপ পড়বে। বর্তমান স্কোয়াডে সবচেয়ে অভিজ্ঞ এবং দক্ষ পেসার বুমরাই। উল্টোদিকে সামি থাকলে যে পরিস্থিতি অন্যরকম হত,বলাই যায়। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ এবং নানা দ্বিপাক্ষিক সিরিজেই তা দেখা গিয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফিতে সামি খেলবেন এমনটাই প্রত্যাশা। তবে কোন ম্যাচ থেকে পাওয়া যাবে, নিশ্চিত নয়।
রাত পোহালেই শুরু ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। পার্থ টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক জসপ্রীত বুমরা বলছেন, ‘সামি আমাদের টিমের অবিচ্ছেদ্য অংশ। টিম ম্যানেজমেন্ট ওর উপর কড়া নজর রাখছে। সব কিছু ঠিক থাকলে ওকে দ্রুতই হয়তো অস্ট্রেলিয়ায় দেখা যাবে।’ গত বছর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালের পর রঞ্জিতেই প্রত্যাবর্তন। দু-ইনিংস মিলিয়ে সাত উইকেট, ব্যাট হাতেও অবদান রেখেছেন সামি। বাংলা মরসুমের প্রথম জয়ের স্বাদ পেয়েছেন। তবে এক ম্যাচ দিয়েই সামিকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ টিম ম্যানেজমেন্ট, বুমরার কথাতেও যেন তেমনই ইঙ্গিত।