India vs South Africa T20 2024: রমনদীপ সিংকে খেলানোর সম্ভাবনা, একাদশে জায়গা কোথায়!
IND vs SA T20I 2024, Suryakumar Yadav: রমনদীপ সিং প্রথম বার সিনিয়র টিমে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জয় দিয়েই শুরু করেছে ভারত। কাল বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রমনদীপ সিং। কিছুদিন আগে এমার্জিং এশিয়া কাপেও ভারত এ দলে সুযোগ পান। ব্যাটিং-বোলিং এবং সবচেয়ে বড় কথা ফিল্ডিংয়ে অনবদ্য পারফর্ম করেছেন। তাঁর একটি ক্যাচ এমার্জিং এশিয়া কাপে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। সেই রমনদীপ সিং প্রথম বার সিনিয়র টিমে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। জয় দিয়েই শুরু করেছে ভারত। কাল বেরহায় দ্বিতীয় টি-টোয়েন্টি।
ডারবানে প্রথম ম্যাচে অভিষেকের প্রত্যাশা ছিল রমনদীপ সিং, বিজয়কুমার বিশাখ ও যশ দয়ালের মতো নতুন মুখের কোনও একজনের। কারও প্রত্যাশাই পূরণ হয়নি। তবে রমনদীপ সিংকে পরিবর্ত ফিল্ডার হিসেবে কিছুক্ষণের জন্য নামানো হয়েছিল। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সামান্য স্বাদ পেয়েছেন রমনদীপ। ফিল্ডিংয়ে সামান্য সুযোগেই নজর কেড়েছেন। একটি বাউন্ডারি বাঁচিয়েছেন। বাউন্ডারি লাইনে একটি ক্যাচ শেষ অবধি হাতে জমলে অবিশ্বাস্য হত। স্লগ ওভারে ভারতের ব্যাটিং ভালো হয়নি। সে সময় মনে হচ্ছিল, রমনদীপকে যেন সুযোগ দিলে পরিস্থিতি অন্য হতে পারত। ভারত ৬১ রানের বিশাল ব্যবধানে জেতায় তা অবশ্য প্রভাব পড়েনি।
এই খবরটিও পড়ুন
দুর্দান্ত ফিল্ডার, তাঁর মিডিয়াম পেসও কার্যকরী। সঙ্গে স্লগ ওভারে পাওয়ার হিটিং। রমনদীপকে একাদশে খেলানোর চেষ্টায় ভারতীয় টিম ম্যানেজমেন্টও। যদিও তাঁর জন্য একাদশে জায়গা তৈরি করা কঠিন। সেক্ষেত্রে অক্ষর প্যাটেলের মতো অভিজ্ঞ স্পিনারকে বসাতে হবে। যা খুবই কঠিন সিদ্ধান্ত। দীর্ঘ দিন পর টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন অক্ষর। প্রথম ম্যাচে তাঁকে বোলিংয়ে আনা হয় ১৪তম ওভারে। ব্যাটিংয়েও খুব একটা সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় ম্যাচেই একাদশে বদলের সম্ভাবনা কম। আর বদল হলে রমনদীপের অভিষেকের সম্ভাবনা প্রবল।