ICC Women’s World Cup 2022: সুপার সানডের ভারত-পাক মহারণের জন্য তৈরি মিতালিব্রিগেড
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়কের গলায় আত্মবিশ্বাসের সুর। কিন্তু তা বলে প্রতিপক্ষকে খাঁটো করলেন না মিতালি। বরং তাঁর কথায় পরিষ্কার যে, প্রতিপক্ষকে সমীহ করে নিজেদের লক্ষ্যে পৌঁছতে চায় তাঁর দল।
মাউন্ট মাউঙ্গানুই: রবিবারের হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কাপযাত্রা শুরু করতে চলেছে মিতালি রাজের ভারত (India)। অধরা মাধুরী লাভের আশায় এ বারের কাপ অভিযান শুরু করতে চলেছে মিতালি রাজের ভারত। ভারতীয় সময় অনুসারে আগামীকাল সকাল ৬.৩০মিনিটে শুরু হবে ভারত-পাক (India vs Pakistan) দ্বৈরথ। ২২ গজে ভারত-পাক লড়াই মানেই টানটান একটা উত্তেজনা। সে বিরাট-বাবরদের লড়াই হোক আর মিতালি-বিসমাদের লড়াই। কোনও প্রতিপক্ষকেই হালকা ভাবে না নিয়ে, প্রতিটা ম্যাচ ধরে খেলার লক্ষ্যে বিশ্বকাপ (ICC Women World Cup 2022) যাত্রা শুরু করতে চান ঝুলনরা। সতেরোর আক্ষেপ বাইশে মেটানোই লক্ষ্য ভারতের প্রমিলাব্রিগেডের।
?️ ??'? ????? ??? ????????!
The @M_Raj03-led #TeamIndia is all set to take on Pakistan in the #CWC22 at the Bay Oval, Mount Maunganui. ? ? #INDvPAK
Set your alarms and cheer for India. ? ? pic.twitter.com/XtPpLP4bFT
— BCCI Women (@BCCIWomen) March 5, 2022
পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারত অধিনায়কের গলায় আত্মবিশ্বাসের সুর। কিন্তু তা বলে প্রতিপক্ষকে খাঁটো করলেন না মিতালি। বরং তাঁর কথায় পরিষ্কার যে, প্রতিপক্ষকে সমীহ করে নিজেদের লক্ষ্যে পৌঁছতে চায় তাঁর দল। সুপার সানডে-র মেগা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে মিতালি বলেন, “যদি পাকিস্তানের দিকে দেখা হয়, ওরা কিন্তু যথেষ্ট ভালো দল। এবং আমি নিশ্চিত ওরা টুর্নামেন্টের জন্য কড়া পরিশ্রম করে নিজেদের তৈরি করেছে। এখনে যতগুলো দল রয়েছে কোনওটাকেই আমরা হালকা ভাবে নিতে পারছি না। চ্যালেঞ্জ তো রয়েছেই, তবে আমরা আত্মবিশ্বাসকে সঙ্গী করে প্রতিটা গেম ধরে খেলতে চাই।”
?️?️ "We will play every game with intensity and confidence."
Ahead of #TeamIndia's opening #CWC22 game against Pakistan tomorrow, captain @M_Raj03 discusses the side's approach towards the game and the tournament. ? ? #INDWvPAKW pic.twitter.com/BXHK4vqAox
— BCCI Women (@BCCIWomen) March 5, 2022
ভারতের দুই সিনিয়র ক্রিকেটার সম্ভবত নিজেদের শেষ বিশ্বকাপে নামতে চলেছেন। কাপ যাত্রা শুরুর আগে মিতালি দরাজ সার্টিফিকেট দিলেন বাংলার ঝুলনকে। তিনি বলেন, “আমরা বহুদিন ধরে একে অপরের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করছি। দুইজন মিলে আমরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে ভীষণভাবে উপভোগ করেছি। অনেক ম্যাচ জিতেছি যেমন, তেমন অনেক ম্যাচ হারের যন্ত্রণাও একসঙ্গে ভাগ করে নিয়েছি। ওর সঙ্গে আমি এই বিশ্বকাপে আবার খেলতে চলেছি, এই অনুভূতিটাই দারুণ। বহু বছর ধরেই ও ভারতের প্রধান বোলিং অস্ত্র। এবং আমি যখনই ওকে বল দিয়েছি, ও কোনোদিনও আমাকে নিরাশ করেনি। ফাস্ট বোলার হিসাবে ওর অভিজ্ঞতা সব সময়ই দলের জন্য ভীষণই মূল্যবান। পাশাপাশি পরবর্তী প্রজন্মের ফাস্ট বোলাররা যারা এই বিশ্বকাপে খেলছে, তাদের জন্যও নিশ্চয়ই ওর অভিজ্ঞতাটা যথেষ্ট সাহায্য করবে।”
? ? "We have enjoyed representing our country." #TeamIndia Captain @M_Raj03 on what the veteran pacer @JhulanG10 means to the team and the bond the two share. ? ?#CWC22 pic.twitter.com/eEnbLpGwAZ
— BCCI Women (@BCCIWomen) March 5, 2022
হেড টু হেডে নজর দিলে দেখা যায় এখনও পর্যন্ত ১০টি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে পাল্লাভারি ভারতেরই। তারাই জিতেছে ১০ বার। এবং মেয়েদের বিশ্বকাপে এর আগের তিন বার সাক্ষাৎেও এগিয়ে রয়েছে ভারত (৩), পাকিস্তান (০)।
আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: খাকার কাছে হার টাইগ্রেসদের, ন্যাটের লড়াই ফিকে হল রাচেলের দাপটে