IND vs AFG: ইন্দোরে আজ সিরিজ জয় লক্ষ্য, প্রত্যাবর্তনে ‘রোহিত’ আতঙ্কে ভুগছেন বিরাট কোহলি!

India vs Afghanistan 2nd T20I: বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার ফেরায় একাদশে কোনও একজনকে জায়গা ছাড়তে হবে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে বলে নজর কেড়েছেন শিবম দুবে। বল হাতে এক উইকেট। অপরাজিত ৬০ রানের ম্যাচ জেতানো ইনিংস। বোলিং কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। পরীক্ষা যে হবে, তা আগের ম্যাচেই পরিষ্কার করে দিয়েছেন রোহিত। তবে সেটা কম্বিনেশন নিয়েই, এমনটা বলেননি। যা পরিস্থিতি, তিলক ভার্মাকেই হয়তো বেঞ্চে বসতে হবে।

IND vs AFG: ইন্দোরে আজ সিরিজ জয় লক্ষ্য, প্রত্যাবর্তনে 'রোহিত' আতঙ্কে ভুগছেন বিরাট কোহলি!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 14, 2024 | 10:00 AM

এক তারকার প্রত্যাবর্তন হয়েছে গত ম্যাচেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে এই ফরম্যাটে ফিরেছেন রোহিত শর্মা। নেতৃত্বও দিচ্ছেন। বোর্ডের যা ইঙ্গিত আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই। খেলবেন বিরাটও। আফগানিস্তান সিরিজের পাশাপাশি নজর থাকবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি প্রত্যাবর্তন ব্যাট হাতে সুখের হয়নি রোহিত শর্মার। প্রথম ম্যাচে ফেরার কথা ছিল বিরাটেরও। ব্যক্তিগত কারণে খেলেননি। আজ ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরছেন বিরাট কোহলি। তিনি কি রোহিত আতঙ্কে ভুগছেন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সাদা বলে প্রথম বার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছে ভারত। এর আগে দ্বিপাক্ষিক সিরিজ বলতে একটি টেস্ট খেলেছিল ভারতীয় দল। ছোট ফরম্যাটে আফগানিস্তান শক্তিশালী দল। মোহালিতে প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে ভারত। ক্যাপ্টেন রোহিতের প্রত্যাবর্তনও ভালোই হয়েছে। দুর্দান্ত একটা ক্যাচও নিয়েছেন। ব্যাটার রোহিতের প্রত্যাবর্তন হতাশার। ইনিংসের দ্বিতীয় বলেই রান আউট হন রোহিত। শুভমন গিল বল দেখছিলেন। রোহিত কল করে শুভমনের প্রান্তেও পৌঁছে যান। ভুল বোঝাবুঝিতে শূন্য রানেই ফিরতে হয় রোহিতকে।

ইন্দোর আজ প্রত্যাবর্তন হচ্ছে বিরাট কোহলির। এক বছরেরও বেশি সময় পর জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলবেন। প্র্যাক্টিসে খোশমেজাজে কাটলেও একটা যেন আতঙ্ক কাজ করছে, প্রত্যাবর্তনে রোহিতের মতো শূন্য হাতে মাঠ ছাড়তে হবে না তো! প্রস্তুতিতে বিধ্বংসী ব্যাটিংই দেখা গেল বিরাট কোহলির। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টেও দারুণ ফর্মে ছিলেন। টি-টোয়েন্টিতে কেমন ব্যাটিং করেন সে দিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। রোহিত-বিরাটের ব্যাটিংয়ের ওপর অনেক কিছুই নির্ভর করছে। রশিদ খান খেলতে না পারলেও আফগানিস্তানের স্পিন আক্রমণ যথেষ্ঠ শক্তিশালী। এটাও চিন্তার বিষয় বিরাটের কাছে।

বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটার ফেরায় একাদশে কোনও একজনকে জায়গা ছাড়তে হবে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটে বলে নজর কেড়েছেন শিবম দুবে। বল হাতে এক উইকেট। অপরাজিত ৬০ রানের ম্যাচ জেতানো ইনিংস। বোলিং কম্বিনেশনে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। পরীক্ষা যে হবে, তা আগের ম্যাচেই পরিষ্কার করে দিয়েছেন রোহিত। তবে সেটা কম্বিনেশন নিয়েই, এমনটা বলেননি। যা পরিস্থিতি, তিলক ভার্মাকেই হয়তো বেঞ্চে বসতে হবে।