India vs Sri Lanka 1st T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি২০ ম্যাচ
নতুন বছরের প্রথম মাসে মোট ১১টি ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া।
মুম্বই: নতুন বছর শুরু হতেই, মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (Team India)। আগামীকাল, মঙ্গলবার থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। জানুয়ারি মাসে ভারতের ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে একঝাঁক ম্যাচ। নতুন বছরের প্রথম মাসে মোট ১১টি ম্যাচে খেলবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের পর, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা রোহিতদের। তারপর জানুয়ারিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে ও ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলবে মেন ইন ব্লু। TV9Bangla-র প্রতিবেদনে জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি২০ ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা মোট ২৬ টি টি-২০ ম্যাটে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ১৭ বার। শ্রীলঙ্কা জিতেছে ৮ বার এবং ১টি ম্যাচ অমীমাংসিত। এ ছাড়া ভারতের মাটিতে লঙ্কানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া জিতেছে ১১ বার। ভারতে এসে ২টি টি২০ ম্যাচে জিতেছে শ্রীলঙ্কা। নতুন বছরে দুই দলই জয় দিয়ে শুরু করতে চাইবে। এ বার দেখার নতুন বছরের প্রথম ম্যাচে মেন ইন ব্লু জিততে পারে কিনা।
ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কবে হবে?
ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) হবে।
ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।
ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.০০ মিনিটে। ম্যাচের আগে ৬.৩০ মিনিট নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9 Bangla ওয়েবসাইটে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, অর্শদীপ সিং, হর্ষল প্য়াটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।