IND vs SL ICC WC Match Preview: এগারোর স্মৃতি! ওয়াংখেড়েতে আজ ফের ভারত-শ্রীলঙ্কা
India vs Sri Lanka ICC world Cup 2023: ওয়াংখেড়েতে নামার আগে আত্মবিশ্বাসেও অনেক এগিয়ে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের মঞ্চ, তাই আত্মতুষ্টি থেকে সতর্ক রোহিতরা। একটা ছোট্ট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। শ্রীলঙ্কার ফর্ম যেমনই হোক, অন্য প্রতিপক্ষর মতোই তাদের সমীহ করছে টিম ইন্ডিয়া। ওয়াংখেড়ের স্কোয়ার বাউন্ডারি বড়। এই ম্যাচে অশ্বিনকে খেলোনার একটা সম্ভাবনা রয়েছে। তবে উইনিং কম্বিনেশন ভাঙা হবে না বলেই মনে করা হচ্ছে।
এক যুগ পর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিল ভারত। এপ্রিলের সেই রাত ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এখনও স্বপ্নের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। আজ ফের একবার ওয়াংখেড়েতে নামছে ভারত। প্রতিপক্ষ ২০১১’র রানার্স শ্রীলঙ্কা। ওয়াংখেড়েতে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের জন্য নস্ট্যালজিক ম্যাচও। বিশ্বকাপের মঞ্চ এবং সেই ওয়াংখেড়েতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে তারা। এ বারের পরিস্থিতি পুরোপুরি আলাদা। প্রথম আধডজন ম্যাচ জিতে ভারতের সেমিফাইনাল কার্যত নিশ্চিত। উল্টোদিকে, শ্রীলঙ্কা কোনওরকমে অঙ্কে টিকে রয়েছে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তেইশের বিশ্বকাপের পারফরম্যান্সই শুধু নয়, ধারে ভারে একযুগ আগের শ্রীলঙ্কার দলের সঙ্গে বর্তমানের বিস্তর ফারাক। সে বার কুমার সাঙ্গাকারা, মহেলা জয়বর্ধনে, তিলকরত্নে দিলশান, মুথাইয়া মুরলিধরনের মতো তারকারা ছিলেন। এ বারের শ্রীলঙ্কা দলে সেই অর্থে কোনও তারকা নেই। স্কোয়াডে একাধিক চোট আঘাত। বিশ্বকাপের মাঝেও পরিবর্তনে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা। এক দিকে যেমন শাপে বরও হয়েছে। স্কোয়াডে এসেছেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ। সুযোগ পেয়ে ছাপও ফেলছেন। তবে দল হিসেবে পারফরম্যান্স করতে ব্যর্থ শ্রীলঙ্কা। দুটো ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও গত ম্যাচে আফগানিস্তানের কাছে হার। সেমিফাইনালের ক্ষীণ আশা থাকলেও তাদের ধারাবাহিকতা একেবারেই নেই।
হার্দিক পান্ডিয়ার চোট ছাড়া ভারতীয় শিবিরে কোনও অস্বস্তি নেই। হার্দিককে ছাড়াও গত দু-ম্যাচে সমস্যা হয়নি ভারতের। তবে একাদশে ভারসাম্য আনতে জোড়া পরিবর্তন করা হয়েছিল। শার্দূলের জায়গায় স্পেশালিস্ট ব্যাটার সূর্যকুমার যাদবকে আনা হয় এবং হার্দিকের পরিবর্তে স্পেশালিস্ট পেসার মহম্মদ সামি। গত দু-ম্যাচে একই একাদশ খেলানো হয়েছে। দু-ম্যাচে সুযোগ পেয়েই বিধ্বংসী মহম্মদ সামি। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে ৯ উইকেট। সূর্যকুমার যাদব ইংল্যান্ডের বিরুদ্ধে গত ম্যাচে চাপের মুহূর্তে ৪৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন। লিগ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলানো হতে পারে হার্দিককে। ভারতের ব্যাটিং লাইন আপ শুরু থেকেই ছন্দে। গত ম্যাচে ব্যাটিং বিপদে পড়লেও বোলাররা বিধ্বংসী পারফরম্যান্স করেছেন।
ওয়াংখেড়েতে নামার আগে আত্মবিশ্বাসেও অনেক এগিয়ে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের মঞ্চ, তাই আত্মতুষ্টি থেকে সতর্ক রোহিতরা। একটা ছোট্ট ভুলও বড় বিপদ ডেকে আনতে পারে। শ্রীলঙ্কার ফর্ম যেমনই হোক, অন্য প্রতিপক্ষর মতোই তাদের সমীহ করছে টিম ইন্ডিয়া। ওয়াংখেড়ের স্কোয়ার বাউন্ডারি বড়। এই ম্যাচে অশ্বিনকে খেলোনার একটা সম্ভাবনা রয়েছে। তবে উইনিং কম্বিনেশন ভাঙা হবে না বলেই মনে করা হচ্ছে।